রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প কোনটি?
A
মন্দির
B
পোস্টমাস্টার
C
পদ্মগোখরা
D
শিউলিমালা
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘পোস্টমাস্টার’ গল্প প্রথম প্রকাশিত হয় ১২৯৮ বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায়। গল্পে মূলত তিনটি চরিত্র দেখা যায়— পোস্টমাস্টার, রতন ও প্রকৃতি। এখানে প্রকৃতি কেবল স্থানিক বা ভৌগোলিক প্রেক্ষাপট নয়, বরং চরিত্রগুলির আবেগকে নিয়ন্ত্রণ করেছে এবং ঘটনাপ্রবাহের অগ্রগতি ও পরিণতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। পোস্টমাস্টার ও রতনের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার মধ্যে যেমন বিশাল পার্থক্য ছিল, তেমনি বয়সের দিক থেকেও ফারাক ছিল স্পষ্ট। পোস্টমাস্টার ছিলেন পূর্ণ যুবক, আর রতন ছিল একেবারেই বালিকা। তবে কাহিনির ধারাবাহিকতায় রতনের মানসিক পরিবর্তন ঘটে এবং সে বালিকার সীমা অতিক্রম করে পরিণত চরিত্রে রূপ নেয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী।
-
ঠাকুর বাড়ির অনুকূল পরিবেশে তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটে।
-
১৯১৩ সালে ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি (১৯১১) কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাঁকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়।
-
তাঁর ছোটগল্পসমূহ “গল্পগুচ্ছ”-এর তিন খণ্ডে সংকলিত।
-
তাঁর প্রথম গল্পসংগ্রহের নাম “ছোটগল্প”।
তাঁর রচিত সামাজিক গল্পসমূহ:
-
দেনাপাওনা
-
দান প্রতিদান
-
হৈমন্তি
-
ছুটি
-
পোস্টমাস্টার
-
কাবুলিওয়ালা
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ:
-
কথা-চতুষ্টয়
-
বিচিত্র গল্প (দুই খণ্ড)
-
গল্প দশক
-
গল্পগুচ্ছ
-
গল্পসপ্তক
অন্যদিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন মহেশ গল্প, আর কাজী নজরুল ইসলাম রচনা করেছেন শিউলিমালা ও পদ্মগোখরা গল্প।
0
Updated: 1 month ago
"চারুলতা" কোন ছোট গল্পের বিখ্যাত চরিত্র?
Created: 1 month ago
A
দেনাপাওনা
B
সমাপ্তি
C
নষ্টনীড়
D
একরাত্রি
ChatGPT said:
0
Updated: 1 month ago
'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
চন্দরা
B
চারুলতা
C
রতন
D
সুরবালা
‘নষ্টনীড়’ ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত এবং একজন নিসঙ্গ নারীর জীবন ও অনুভূতি তুলে ধরে।
মূল চরিত্রসমূহ:
-
চারুলতা
-
অমল
-
ভূপতি
প্রসিদ্ধি:
-
এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
-
‘শাস্তি’—চন্দরা
-
‘সুরবালা’—একরাত্রি
-
‘রতন’—পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্প:
-
শাস্তি
-
একরাত্রি
-
মধ্যবর্তিনী
-
ল্যাবরেটরী
-
সমাপ্তি
-
পোস্টমাস্টার
-
হৈমন্তী
-
ছুটি
-
দেনা পাওনা ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
Created: 2 months ago
A
খুলনার পিঠাভোগ
B
যশোরের কেশবপুর
C
ছোটনাগপুর মালভূমি
D
কুষ্টিয়ার শিলাইদহ
রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর পিতৃপুরুষের আবাসভূমি
রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক এবং এমনকি চিত্রশিল্পীও। তাঁর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
কবির পিতৃপুরুষের আবাসভূমি ছিল খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। জানা যায়, দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব নদীর তীরে এই গ্রামে স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন।
রবীন্দ্রনাথ ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান। তাঁর পিতামহ ছিলেন ধনাঢ্য প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর তিনি বেণীমাধব রায়চৌধুরীর কন্যা মৃণালিনী দেবীকে বিয়ে করেন।
বিশ্বকবির খ্যাতি শুধু বাংলায় সীমাবদ্ধ ছিল না। তিনি এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে অবদানের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইট’ উপাধি দিলেও ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।
অবশেষে ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উৎস: বাংলাপিডিয়া; প্রথমআলো (৭ মে, ২০১৭)।
0
Updated: 2 months ago