‘সাধের আসন’ বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্যগ্রন্থ, যা ১৮৮৯ সালে রচিত। এই গ্রন্থকে ‘সারদামঙ্গল’ কাব্যের পরিশিষ্ট বলা যায়। এক সম্ভ্রান্ত বিবাহিত নারী ‘সারদামঙ্গল’ কাব্য পাঠের পর নিজ হাতে একটি আসন বুনে কবিকে প্রশ্ন করেছিলেন, “তুমি কাকে ধ্যান কর?” এই প্রশ্নের জবাবে বিহারীলাল চক্রবর্তী ‘সাধের আসন’ রচনা করেছিলেন।
-
বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার একজন পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
-
তিনি ১৮৩৫ সালের ২১ মে কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেছেন।
-
কারণ, বিহারীলাল প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাসসহ কবিতা রচনা করে বাংলা কবিতাকে নতুন প্রেরণা দিয়েছেন।
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বন্ধুবিয়োগ
-
প্রেমপ্রবাহিণী
-
নিসর্গসন্দর্শন
-
বঙ্গসুন্দরী
-
সারদামঙ্গল
-
নিসর্গসঙ্গীত
-
মায়াদেবী
-
দেবরাণী
-
বাউলবিংশতি