‘সবুজের অভিযান’ থেকে উক্তি:
“ওরে নবীন, ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মাদের ঘা মেরে তুই বাঁচা।”
এই পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সবুজের অভিযান’ কবিতার অংশ।
রবীন্দ্রনাথ ঠাকুর:
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা: সারদা দেবী।
-
ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে শৈশবেই তাঁর কবি-প্রতিভা বিকাশ ঘটে।
-
১৯০১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘শান্তিনিকেতন বিদ্যালয়’।
-
১৯১৩ সালে, ইংরেজি কাব্য ‘Gitanjali’ (১৯১১) এর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
-
প্রথম প্রকাশিত কবিতা: ‘হিন্দুমেলার উপহার’।
কাব্যগ্রন্থ:
-
প্রভাতসঙ্গীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্র
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ