Who becomes Paul’s final emotional support after his mother’s death in the novel Sons and Lovers?
A
Himself alone
B
Miriam
C
Clara
D
Annie
উত্তরের বিবরণ
Gertrude মারা যাওয়ার পর Paul পুরোপুরি একা হয়ে যায়। Miriam ও Clara কারোর সাথেই তার সম্পর্ক স্থায়ী হয় না। শেষ পর্যন্ত সে একাকী থেকে যায়, নিজের পথ নিজেই খুঁজে নিতে হয়। Lawrence এখানে আধুনিক মানুষের একাকিত্বের প্রতীক দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What kind of relationship does Paul have with Miriam in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Spiritual but strained
B
Purely physical
C
Political alliance
D
Distant friendship
Miriam Paul–কে গভীরভাবে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা বেশি আধ্যাত্মিক। Paul মনে করে, Miriam তাকে শ্বাসরুদ্ধ করে রাখে। তাদের সম্পর্ক তাই টানাপোড়েন ও দ্বন্দ্বে ভরা। Lawrence দেখিয়েছেন, আধ্যাত্মিক ভালোবাসা শারীরিক আকর্ষণ ছাড়া পূর্ণ হতে পারে না।
0
Updated: 1 month ago
After the death of his elder brother, William, Paul takes on a more prominent role in the family. This shift primarily involves:
Created: 4 weeks ago
A
Taking over his father's mining job.
B
Becoming the primary emotional and financial support for his mother.
C
Moving away from the family to pursue his own career independently.
D
Marrying quickly to provide his mother with grandchildren.
William-এর মৃত্যু ঘটে গেলে, Gertrude Morel তার সমস্ত তীব্র স্নেহ এবং আশা Paul-এর দিকে সরিয়ে দেন, যিনি তার ভাইয়ের শূন্যস্থান পূরণ করেন।
-
Paul হয়ে ওঠেন তার মাতার মানসিক সমর্থন ও সুখের উৎস।
-
তিনি শুধুমাত্র আবেগগতভাবে নয়, আর্থিকভাবেও তার মায়ের নির্ভরতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।
-
Gertrude তার সমস্ত আশা, যত্ন এবং মনোযোগ Paul-এর উপর কেন্দ্রীভূত করেন, যা তার মায়ের এবং পুত্রের মধ্যে গভীর আবেগগত বন্ধন সৃষ্টি করে।
0
Updated: 4 weeks ago
What town is the novel Sons and Lovers largely set in?
Created: 1 month ago
A
Nottinghamshire mining town
B
London suburb
C
Birmingham city
D
Manchester industrial area
উপন্যাসের পটভূমি Lawrence–এর জন্মস্থান Nottinghamshire–এর খনি অঞ্চল। শ্রমিকশ্রেণির জীবন ও প্রকৃতি উপন্যাসের আবহ গড়ে তোলে। Lawrence নিজের শৈশবের অভিজ্ঞতা কাহিনিতে ব্যবহার করেছেন।
0
Updated: 1 month ago