Where does William Morel move for his job in the novel Sons and Lovers?
A
London
B
Nottingham
C
Derbyshire
D
Liverpool
উত্তরের বিবরণ
William চাকরির কারণে লন্ডনে যায়। সেখানে সে উচ্চশ্রেণির জীবনে প্রবেশ করে। কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। William–এর এই স্থানান্তর পরিবার থেকে বিচ্ছিন্নতার প্রতীক।
0
Updated: 1 month ago
What is the main conflict in Sons and Lovers?
Created: 2 months ago
A
Family tensions and love
B
War
C
Politics
D
Nature
0
Updated: 2 months ago
What does Paul do with his painting when he is feeling frustrated or disillusioned?
Created: 4 weeks ago
A
He gives them away to friends.
B
He burns them in a fit of rage.
C
He locks them away, refusing to look at them
D
Both b and C
Paul-এর শিল্পকর্ম তার আবেগের প্রকাশ এবং অন্তর্দৃষ্টির প্রতিফলন।
-
যখন সে মানসিকভাবে আটকানো, চাপগ্রস্ত বা গভীরভাবে দুঃখী বোধ করে—সাধারণত তার আবেগগত জটিলতা বা হতাশার কারণে—সে তার সৃজনশীল কাজ ধ্বংস করে।
-
এই কর্মকাণ্ড তার অভ্যন্তরীণ অস্থিরতা এবং স্বাধীনতা ও অর্থ খুঁজে পাওয়ার সংগ্রামকে প্রতীকীভাবে প্রকাশ করে।
-
তার শিল্প ও ধ্বংসের মধ্যে এই দ্বন্দ্ব দেখায় কিভাবে আবেগ এবং মানসিক যন্ত্রণা তার সৃজনশীলতা ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর প্রভাব ফেলে।
0
Updated: 4 weeks ago
What town is the novel Sons and Lovers largely set in?
Created: 1 month ago
A
Nottinghamshire mining town
B
London suburb
C
Birmingham city
D
Manchester industrial area
উপন্যাসের পটভূমি Lawrence–এর জন্মস্থান Nottinghamshire–এর খনি অঞ্চল। শ্রমিকশ্রেণির জীবন ও প্রকৃতি উপন্যাসের আবহ গড়ে তোলে। Lawrence নিজের শৈশবের অভিজ্ঞতা কাহিনিতে ব্যবহার করেছেন।
0
Updated: 1 month ago