Who is Baxter Dawes in the novel Sons and Lovers?
A
Clara’s husband
B
Paul’s uncle
C
Walter’s co-worker
D
Miriam’s cousin
উত্তরের বিবরণ
Baxter Dawes হলো Clara Dawes–এর স্বামী। তাদের সম্পর্ক ভেঙে গেছে, Clara Paul–এর সাথে জড়ায়। Baxter রূঢ় এবং হিংস্র চরিত্র। পরে সে অসুস্থ হয়ে Paul–এর সহানুভূতি পায়। Lawrence তার চরিত্রের মাধ্যমে পুরুষতান্ত্রিক দিক তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What psychological concept is central to the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Oedipus complex
B
Collective unconscious
C
Freudian repression
D
Jungian archetypes
Freud–এর Oedipus complex এই উপন্যাসের কেন্দ্রে। Gertrude তার ছেলেদের জীবনে প্রভাব বিস্তার করে। William মারা গেলে Paul–এর ওপর তার প্রভাব আরও বাড়ে। ফলে Paul নারীদের সাথে পূর্ণ সম্পর্ক গড়তে ব্যর্থ হয়। Lawrence Freud–এর এই ধারণাকে কাহিনির ভেতরে শিল্পিত করেছেন।
0
Updated: 1 month ago
Which illness kills William Morel in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Cancer
B
Pneumonia
C
Tuberculosis
D
Typhoid
William Pneumonia–তে আক্রান্ত হয়ে মারা যায়। তার মৃত্যু পরিবারের জন্য ভয়ানক আঘাত। বিশেষ করে Gertrude–এর জন্য এটি এক গভীর শোক। এরপর থেকে সে Paul–এর জীবনে অতি প্রভাবশালী হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
Which woman represents spiritual and religious love in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Clara Dawes
B
Annie Morel
C
Miriam Leivers
D
Mrs. Radford
Miriam হলো এক ধর্মপ্রাণ ও আত্মিক চরিত্র। সে Paul–কে গভীরভাবে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা শারীরিক চেয়ে বেশি আধ্যাত্মিক। Paul মনে করে Miriam তাকে শ্বাসরুদ্ধ করে রাখে। Lawrence Miriam–এর মাধ্যমে দেখিয়েছেন আত্মিক ভালোবাসার টানাপোড়েন।
0
Updated: 1 month ago