একটি সমবাহু ত্রিভুজের এক বাহু ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A
৩২ বর্গমিটার
B
১৮√২ বর্গমিটার
C
৬৪ বর্গমিটার
D
১৬√৩ বর্গমিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের এক বাহু ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে তার ক্ষেত্রফল = √(৩/৪) × a২
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য (a) = ৮ মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩/৪ × (৮)২
= √৩/৪ × ৬৪
= ১৬√৩ বর্গমিটার
0
Updated: 1 month ago
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 5 : 7 হলে, বৃহত্তম কোণটির পরিমাণ কত? সমাধান:
Created: 3 weeks ago
A
36°
B
72°
C
90°
D
84°
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 5 : 7 হলে, বৃহত্তম কোণটির পরিমাণ কত?
সমাধান:
আমরা জানি, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180°।
ধরি, কোণ তিনটি হলো যথাক্রমে 3x, 5x এবং 7x।
শর্তমতে,
3x + 5x + 7x = 180°
⇒ 15x = 180°
⇒ x = 180°/15
⇒ x = 12°
সুতরাং, বৃহত্তম কোণটি হলো 7x
∴ বৃহত্তম কোণ = 7 × 12° = 84°
0
Updated: 3 weeks ago
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১২° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
Created: 1 month ago
A
৩৯°
B
৫১°
C
৪১°
D
৩৩°
সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = x°
বৃহত্তর কোণ = x + ১২°
সমকোণী ত্রিভুজে একটি কোণ ৯০° এবং অপর দুই কোণের সমষ্টি ৯০° হয়।
প্রশ্নমতে,
⇒ x + (x + ১২°) = ৯০°
⇒ ২x = ৯০ - ১২
⇒ ২x = ৭৮
⇒ x = ৭৮/২
∴ x = ৩৯°
∴ ক্ষুদ্রতম কোণ = ৩৯°
শর্টকাটঃ
ক্ষুদ্রতম কোণ = (৯০ - ১২)/২ = ৭৮/২ = ৩৯°
0
Updated: 1 month ago
একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি ও ৪ সে.মি এবং এদের লম্ব দূরত্ব ৫ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
Created: 3 weeks ago
A
৩০ বর্গ সেমি
B
৩৬ বর্গ সেমি
C
৫৪ বর্গ সেমি
D
৬৪ বর্গ সেমি
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি ও ৪ সে.মি এবং এদের লম্ব দূরত্ব ৫ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
সমাধান:
দেওয়া আছে,
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, a = ৮ সেমি এবং b = ৪ সেমি।
তাদের লম্ব দূরত্ব বা উচ্চতা, h = ৫ সেমি।
আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা
= (১/২) × (৮ + ৪) × ৫
= (১/২) × ১২ × ৫
= ৬ × ৫
= ৩০ বর্গ সেমি।
অতএব, পাতটির ক্ষেত্রফল ৩০ বর্গ সেমি।
0
Updated: 3 weeks ago