রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প কোনটি?
A
মন্দির
B
পোস্টমাস্টার
C
পদ্মগোখরা
D
শিউলিমালা
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘পোস্টমাস্টার’ গল্প প্রথম প্রকাশিত হয় ১২৯৮ বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায়। গল্পে মূলত তিনটি চরিত্র দেখা যায়— পোস্টমাস্টার, রতন ও প্রকৃতি। এখানে প্রকৃতি কেবল স্থানিক বা ভৌগোলিক প্রেক্ষাপট নয়, বরং চরিত্রগুলির আবেগকে নিয়ন্ত্রণ করেছে এবং ঘটনাপ্রবাহের অগ্রগতি ও পরিণতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। পোস্টমাস্টার ও রতনের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার মধ্যে যেমন বিশাল পার্থক্য ছিল, তেমনি বয়সের দিক থেকেও ফারাক ছিল স্পষ্ট। পোস্টমাস্টার ছিলেন পূর্ণ যুবক, আর রতন ছিল একেবারেই বালিকা। তবে কাহিনির ধারাবাহিকতায় রতনের মানসিক পরিবর্তন ঘটে এবং সে বালিকার সীমা অতিক্রম করে পরিণত চরিত্রে রূপ নেয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী।
-
ঠাকুর বাড়ির অনুকূল পরিবেশে তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটে।
-
১৯১৩ সালে ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি (১৯১১) কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাঁকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়।
-
তাঁর ছোটগল্পসমূহ “গল্পগুচ্ছ”-এর তিন খণ্ডে সংকলিত।
-
তাঁর প্রথম গল্পসংগ্রহের নাম “ছোটগল্প”।
তাঁর রচিত সামাজিক গল্পসমূহ:
-
দেনাপাওনা
-
দান প্রতিদান
-
হৈমন্তি
-
ছুটি
-
পোস্টমাস্টার
-
কাবুলিওয়ালা
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ:
-
কথা-চতুষ্টয়
-
বিচিত্র গল্প (দুই খণ্ড)
-
গল্প দশক
-
গল্পগুচ্ছ
-
গল্পসপ্তক
অন্যদিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন মহেশ গল্প, আর কাজী নজরুল ইসলাম রচনা করেছেন শিউলিমালা ও পদ্মগোখরা গল্প।

0
Updated: 16 hours ago
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
জীবনানন্দ দাশ
B
মাইকেল মধুসূদন দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
আল মাহমুদ
প্রভাতসংগীত কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘প্রভাতসংগীত’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৮৮৩ সালে।
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হলো ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’।
একদিন সূর্যোদয়ের প্রভাত মুহূর্তে রবীন্দ্রনাথ হঠাৎ এক দিব্য প্রেরণায় অভিভূত হন। সেই মুহূর্তে তাঁর কাছে জগৎ, প্রকৃতি ও মানুষ—সবকিছু এক বিশ্বজনীন আনন্দধারায় ভাসমান বলে মনে হয়।
এই অসাধারণ অনুভূতির প্রকাশ ঘটেছে তাঁর বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’-এ।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
মাতা: সারদা দেবী
-
শৈশবেই ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে তাঁর কবিত্বপ্রতিভার উন্মেষ ঘটে।
-
১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়।
-
১৯১৩ সালে ইংরেজি অনূদিত ‘Gitanjali’ (১৯১১) কাব্যের জন্য লাভ করেন নোবেল পুরস্কার।
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
প্রভাতসংগীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
’মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ পঙ্ক্তিটি কোন কবিতার অংশবিশেষ?
Created: 16 hours ago
A
মরণ
B
বধূ
C
প্রাণ
D
বর্ষা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘প্রাণ’ কবিতার অংশবিশেষ হলো— “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।” কবিতাটি তাঁর কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবির প্রাণপ্রবাহ, জীবনপ্রেম এবং মানবজীবনের সঙ্গে গভীর একাত্মতার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহার্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। ঠাকুর বাড়ির সাহিত্য ও সংস্কৃতিমণ্ডিত পরিবেশে শৈশবেই তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটে।
তিনি ১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়। ১৯১৩ সালে তাঁর ইংরেজি অনুবাদগ্রন্থ ‘গীতাঞ্জলি’ (The Song Offerings, ১৯১১)-এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তাঁর প্রথম প্রকাশিত কবিতা ছিল ‘হিন্দুমেলার উপহার’।
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো—
-
প্রভাতসঙ্গীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্র
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ

0
Updated: 16 hours ago
'একখানি ছোট খেত আমি একেলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
Created: 3 weeks ago
A
সোনার তরী
B
চিত্রা
C
মানসী
D
বলাকা
চরণ
"একখানি ছোটো খেত, আমি একেলা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা।"
এই চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার অংশ।
‘সোনার তরী’ কাব্যগ্রন্থ
-
‘সোনার তরী’ রবীন্দ্রনাথ ঠাকুরের এক কাব্যগ্রন্থের নাম।
-
এই কবিতায় প্রকাশ পেয়েছে কবির দার্শনিক দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন।
-
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে, যেখানে বেশিরভাগ পঙক্তির মাত্রা ৮+৫।
-
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৯৪ সালে।
-
উল্লেখযোগ্য কবিতাগুলো অনেকটাই শিলাইদহ, কুষ্টিয়ায় বসে লেখা।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১, কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
এশিয়ার মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১, জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপূট, সেঁজুতি, শেষলেখা, কবি-কাহিনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 weeks ago