দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
A
পিতা
B
ভাই
C
ভাতিজা/ভাগ্নে
D
সন্তান
উত্তরের বিবরণ
প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
সমাধান:
রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে।"
• রফিকের মায়ের একমাত্র ছেলে হলো রফিক নিজে।
• তাহলে, ছবির ব্যক্তির পিতা হলো রফিক।
• সুতরাং, ছবির ব্যক্তিটি হলো রফিকের সন্তান।
অতএব, ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের সন্তান হয়।
0
Updated: 1 month ago
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
Created: 1 month ago
A
৬ ঘণ্টা
B
৫ ঘণ্টা
C
৮ ঘণ্টা
D
১০ ঘণ্টা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
সমাধান:
স্রোতের অনুকূলের বেগ = (নৌকার বেগ + স্রোতের বেগ)
= (১২ + ৩) কিমি/ঘণ্টা
= ১৫ কিমি/ঘণ্টা
স্রোতের প্রতিকূলের বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ)
= (১২ - ৩) কিমি/ঘণ্টা
= ৯ কিমি/ঘণ্টা
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা
= ৩ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগে = ৪৫/৯ ঘণ্টা
= ৫ ঘণ্টা
∴ মোট সময় লাগে = (৩ + ৫) ঘণ্টা = ৮ ঘণ্টা
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে?
Created: 1 month ago
A
48
B
72
C
56
D
100
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে?
সমাধান:
১ম উদাহরণের ক্ষেত্রে:
(2 + 4) × 3
= 6 × 3
= 18
২য় উদাহরণের ক্ষেত্রে:
(5 + 1) × 4
= 6 × 4
= 24
∴ ৩য় উদাহরণের ক্ষেত্রে:
(6 + 2) × 7
= 8 × 7
= 56
0
Updated: 1 month ago
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ১৬, ?
Created: 1 month ago
A
২২
B
২৮
C
১৮
D
২৫
প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ১৬, ?
সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ = ৪ + ৩ = ৭
৫ম পদ = ৭ + ৪ = ১১
৬ষ্ঠ পদ = ১১ + ৫ = ১৬
৭তম পদ = ১৬ + ৬ = ২২
0
Updated: 1 month ago