একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক-তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?
A
৪৫°
B
৬০°
C
৬৫°
D
৮০°
উত্তরের বিবরণ
প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
সমাধান:
রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে।"
• রফিকের মায়ের একমাত্র ছেলে হলো রফিক নিজে।
• তাহলে, ছবির ব্যক্তির পিতা হলো রফিক।
• সুতরাং, ছবির ব্যক্তিটি হলো রফিকের সন্তান।
অতএব, ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের সন্তান হয়।
0
Updated: 1 month ago
A ladder is leaning against a wall. It makes a 60° angle with the wall. If the distance between foot of ladder and wall is 7.5 meters, find the length of the ladder.
Created: 3 weeks ago
A
22.5 m
B
27 m
C
14.5 m
D
15 m
Question: A ladder is leaning against a wall. It makes a 60° angle with the wall. If the distance between foot of ladder and wall is 7.5 meters, find the length of the ladder.
Solution:
Let BC be the wall and AC be the ladder.
∠BAC = 60° and AB = 7.5 meter
In ΔABC,
cos60° = AB/AC
⇒ 1/2 = 7.5/AC
⇒ AC = 7.5 × 2
∴ AC = 15
0
Updated: 3 weeks ago
যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
Created: 1 month ago
A
রবিবার
B
সোমবার
C
মঙ্গলবার
D
বুধবার
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
সমাধান:
মাসের ২য় দিন সোমবার হলে ,
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে সোমবার।
∴ ১৬ + ২ = ১৮ তম দিন হবে সোমবার + ২ দিন = বুধবার
0
Updated: 1 month ago
একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ৮ কিলোমিটার পশ্চিম দিকে গেল এবং সেখান থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ দিকে গেল। যাত্রা শেষে সে শুরুর স্থান থেকে কত দূরে থাকবে?
Created: 1 month ago
A
১৩ কিলোমিটার
B
৭ কিলোমিটার
C
২৩ কিলোমিটার
D
১৭ কিলোমিটার
প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ৮ কিলোমিটার পশ্চিম দিকে গেল এবং সেখান থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ দিকে গেল। যাত্রা শেষে সে শুরুর স্থান থেকে কত দূরে থাকবে?
সমাধান:
প্রদত্ত সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজের ধারণা ব্যবহার করতে পারি।
লোকটি প্রথমে ৮ কিলোমিটার পশ্চিম দিকে গেল। এটি ত্রিভুজের একটি বাহু।
এরপর ১৫ কিলোমিটার দক্ষিণ দিকে গেল। এটি ত্রিভুজের অপর বাহু।
যাত্রা শেষে তার শুরুর স্থান থেকে দূরত্ব হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ।
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভূজ২ = লম্ব২ + ভূমি২
বা, অতিভূজ২ = ৮২ + ১৫২
বা, অতিভূজ২ = ৬৪ + ২২৫
বা,অতিভূজ২ = ২৮৯
বা,অতিভূজ = √২৮৯
বা, অতিভূজ = ১৭
∴ দূরত্ব = ১৭ কিমি
সুতরাং, যাত্রা শেষে লোকটি তার শুরুর স্থান থেকে ১৭ কিলোমিটার দূরে থাকবে।
0
Updated: 1 month ago