প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
A
15
B
23
C
28
D
35
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
১ম চিত্রে,
(3 × 5) + (3 + 5)
= 15 + 8
= 23
২য় চিত্রে,
(4 × 6) + (4 + 6)
= 24 + 10
= 34
৩য় চিত্রে,
(2 × 7) + (2 + 7)
= 14 + 9
= 23
∴ প্রশ্নবোধক স্থানে 23 সংখ্যাটি বসবে।
0
Updated: 1 month ago
প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 month ago
A
৫২
B
৬৮
C
৬০
D
১০৮
প্রশ্ন: প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
১ম চিত্রে,
৮ × ৪ + ৭ = ৩৯
২য় চিত্র,
৩ × ৬ + ৯ = ২৭
৩য় চিত্রে,
৭ × ৯ + ৫ = ৬৮
0
Updated: 1 month ago
1/√3, - 1, √3, ......... ধারটির পঞ্চম পদ কত?
Created: 1 month ago
A
3√3
B
- 9√3
C
9
D
√3
সমাধান ব্যাখ্যা:
প্রদত্ত জ্যামিতিক ধারা:
১. প্রথম পদ:
২. সাধারণ অনুপাত (r):
৩. জ্যামিতিক ধারার n-তম পদ সূত্র:
৪. পঞ্চম পদ (n = 5):
উত্তর: পঞ্চম পদ = 3√3
0
Updated: 1 month ago
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৫ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২০ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
Created: 1 month ago
A
৩০ দিন
B
৩৬ দিন
C
৪৫ দিন
D
৬০ দিন
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৫ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২০ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
একত্রে ১৫ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/১৫ অংশ,
আবার,
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/২০ অংশ কাজ
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/১৫ - ১/২০) অংশ
= (৪ - ৩)/৬০ অংশ
= ১/৬০ অংশ
এখন,
২য় ব্যক্তি ১/৬০ অংশ কাজ করে = ১ দিনে
২য় ব্যক্তি ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে = ১ × (৬০/১) দিনে
= ৬০ দিনে।
সুতরাং, দ্বিতীয় ব্যক্তি একা কাজটি ৬০ দিনে করতে পারবে।
0
Updated: 1 month ago