What artistic talent does Paul possess in the novel Sons and Lovers?
A
Painting
B
Music
C
Poetry
D
Acting
উত্তরের বিবরণ
Paul একজন প্রতিভাবান শিল্পী। তার আঁকার প্রতিভা তাকে আলাদা করে তোলে। Lawrence নিজের জীবনের অভিজ্ঞতা Paul–এর মধ্যে ঢেলে দিয়েছেন। Paul–এর আর্ট তার আবেগ ও জীবনের অভিজ্ঞতার বহিঃপ্রকাশ।

0
Updated: 17 hours ago
‘Lady Chatterley’s Lover’ was written by the author of-
Created: 1 month ago
A
Lord Jim
B
The Rainbow
C
Ulysses
D
A Passage to India
'Lady Chatterley's Lover' উপন্যাসটির রচয়িতা D.H. Lawrence। এবার option গুলো দেখা যাক-
সুতরাং, সঠিক উত্তর Option খ।

0
Updated: 1 week ago
What town is the novel Sons and Lovers largely set in?
Created: 17 hours ago
A
Nottinghamshire mining town
B
London suburb
C
Birmingham city
D
Manchester industrial area
উপন্যাসের পটভূমি Lawrence–এর জন্মস্থান Nottinghamshire–এর খনি অঞ্চল। শ্রমিকশ্রেণির জীবন ও প্রকৃতি উপন্যাসের আবহ গড়ে তোলে। Lawrence নিজের শৈশবের অভিজ্ঞতা কাহিনিতে ব্যবহার করেছেন।

0
Updated: 17 hours ago
What psychological concept is central to the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Oedipus complex
B
Collective unconscious
C
Freudian repression
D
Jungian archetypes
Freud–এর Oedipus complex এই উপন্যাসের কেন্দ্রে। Gertrude তার ছেলেদের জীবনে প্রভাব বিস্তার করে। William মারা গেলে Paul–এর ওপর তার প্রভাব আরও বাড়ে। ফলে Paul নারীদের সাথে পূর্ণ সম্পর্ক গড়তে ব্যর্থ হয়। Lawrence Freud–এর এই ধারণাকে কাহিনির ভেতরে শিল্পিত করেছেন।

0
Updated: 21 hours ago