What is the fate of Marlow’s helmsman in the novel Heart of Darkness?
A
He is killed by a spear
B
He deserts the boat
C
He joins Kurtz
D
He becomes the Manager’s ally
উত্তরের বিবরণ
Marlow–এর স্টিমবোটে থাকা হেলসম্যান স্থানীয়দের আক্রমণে বর্শার আঘাতে মারা যায়। Marlow প্রথমে তার মৃত্যুতে অবাক হলেও পরে তা মেনে নেয়। এই মৃত্যু ঔপনিবেশিকতার নির্মম বাস্তবতা বোঝায়।
0
Updated: 1 month ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।
1
Updated: 1 month ago
What is the main commodity exploited in Africa in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Ivory
B
Gold
C
Rubber
D
Silver
Ivory বা হাতির দাঁত হলো প্রধান বাণিজ্যপণ্য। ইউরোপীয়রা আফ্রিকার হাতি হত্যা করে দাঁত সংগ্রহ করে এবং সম্পদ হিসেবে নিয়ে যায়। Kurtz–এর লোভ, কোম্পানির ব্যবসা—সবকিছুর মূলেই ছিল ivory। Conrad দেখিয়েছেন কিভাবে প্রাকৃতিক সম্পদের লোভ মানবিকতা ধ্বংস করে দেয়।
0
Updated: 1 month ago
What is Kurtz’s famous last cry in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
“The horror! The horror!”
B
“Save me! Save me!”
C
“The light! The light!”
D
“Darkness forever!”
Kurtz মৃত্যুর আগে বলে ওঠে — “The horror! The horror!”। এই উক্তি দ্ব্যর্থবোধক। একদিকে সে নিজের জীবনের ব্যর্থতা, লোভ ও নৈতিক পতনের ভয়াবহতা বোঝাচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিকতার অমানবিক শোষণ প্রকাশ করছে। এটি সাহিত্যের অন্যতম বিখ্যাত সমাপ্তি উক্তি।
0
Updated: 1 month ago