Who is Baxter Dawes in the novel Sons and Lovers?
A
Clara’s husband
B
Paul’s uncle
C
Walter’s co-worker
D
Miriam’s cousin
উত্তরের বিবরণ
Baxter Dawes হলো Clara Dawes–এর স্বামী। তাদের সম্পর্ক ভেঙে গেছে, Clara Paul–এর সাথে জড়ায়। Baxter রূঢ় এবং হিংস্র চরিত্র। পরে সে অসুস্থ হয়ে Paul–এর সহানুভূতি পায়। Lawrence তার চরিত্রের মাধ্যমে পুরুষতান্ত্রিক দিক তুলে ধরেছেন।

0
Updated: 16 hours ago
Who is the author of Sons and Lovers?
Created: 1 month ago
A
D. H. Lawrence
B
Thomas Hardy
C
William Butler Yeats
D
Charles Dickens

0
Updated: 1 month ago
What does Paul give his mother to ease her suffering in the novel Sons and Lovers?
Created: 16 hours ago
A
Morphine
B
Herbal medicine
C
Alcohol
D
Arsenic
Gertrude ক্যানসারে ভুগছিলেন। Paul তাকে কষ্ট থেকে মুক্তি দিতে মরফিন দেয়। এটি দারুণ মানসিক দ্বন্দ্বের মুহূর্ত। Lawrence এই ঘটনায় মা–ছেলের গভীর সম্পর্ক ও মৃত্যুর করুণ বাস্তবতা তুলে ধরেছেন।

0
Updated: 16 hours ago
What activity does Paul enjoy with Miriam in the novel Sons and Lovers?
Created: 21 hours ago
A
Reading books together
B
Horse riding
C
Dancing
D
Cooking
Paul ও Miriam বই পড়তে ভালোবাসে। তারা একসাথে পড়াশোনা করে এবং জীবন নিয়ে গভীর আলোচনা করে। এই যৌথ অভিজ্ঞতা তাদের সম্পর্ককে আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী করে। তবে শারীরিক সম্পর্কের অভাব তাদের দূরে সরিয়ে দেয়।

0
Updated: 21 hours ago