What is the symbolic meaning of ivory in the novel Heart of Darkness?
A
Greed and exploitation
B
Purity and peace
C
Strength and protection
D
Knowledge and truth
উত্তরের বিবরণ
Ivory ইউরোপীয়দের জন্য ধনসম্পদ, কিন্তু আফ্রিকানদের জন্য শোষণ ও মৃত্যু। হাতির দাঁতের প্রতি লোভই Kurtz–এর পতনের কারণ। Conrad ivory–কে লোভ, দুর্নীতি আর ঔপনিবেশিক শোষণের প্রতীক করেছেন।
0
Updated: 1 month ago
What is the main commodity exploited in Africa in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Ivory
B
Gold
C
Rubber
D
Silver
Ivory বা হাতির দাঁত হলো প্রধান বাণিজ্যপণ্য। ইউরোপীয়রা আফ্রিকার হাতি হত্যা করে দাঁত সংগ্রহ করে এবং সম্পদ হিসেবে নিয়ে যায়। Kurtz–এর লোভ, কোম্পানির ব্যবসা—সবকিছুর মূলেই ছিল ivory। Conrad দেখিয়েছেন কিভাবে প্রাকৃতিক সম্পদের লোভ মানবিকতা ধ্বংস করে দেয়।
0
Updated: 1 month ago
Who nurses Kurtz during his final illness in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Marlow
B
The Manager
C
The Russian trader
D
His Intended
Kurtz অসুস্থ হলে Marlow–ই তার যত্ন নেয় এবং তাকে ইউরোপে ফেরত আনার চেষ্টা করে। কিন্তু Kurtz মৃত্যুর আগে “The horror! The horror!” বলে মারা যায়। Marlow Kurtz–এর পতন এবং ঔপনিবেশিকতার ভেতরের অন্ধকার কাছ থেকে দেখ
0
Updated: 1 month ago
What is Kurtz’s famous last cry in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
“The horror! The horror!”
B
“Save me! Save me!”
C
“The light! The light!”
D
“Darkness forever!”
Kurtz মৃত্যুর আগে বলে ওঠে — “The horror! The horror!”। এই উক্তি দ্ব্যর্থবোধক। একদিকে সে নিজের জীবনের ব্যর্থতা, লোভ ও নৈতিক পতনের ভয়াবহতা বোঝাচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিকতার অমানবিক শোষণ প্রকাশ করছে। এটি সাহিত্যের অন্যতম বিখ্যাত সমাপ্তি উক্তি।
0
Updated: 1 month ago