What is the Manager’s main strength in the novel Heart of Darkness?
A
His ability to survive illness
B
His business skill
C
His honesty
D
His courage
উত্তরের বিবরণ
Manager খুব দক্ষ নয়, না আছে প্রতিভা। কিন্তু সে অসুস্থ হয় না, টিকে থাকতে পারে। এই টিকে থাকার ক্ষমতাই তাকে উপরে উঠিয়ে দিয়েছে। Conrad দেখিয়েছেন, যোগ্যতা নয়, বরং বেঁচে থাকার ক্ষমতাই ঔপনিবেশিক ব্যবসায় সাফল্য আনে।
0
Updated: 1 month ago
What European city is compared to a “whited sepulchre” in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Brussels
B
Paris
C
London
D
Rome
Marlow Brussels–কে বলেন “whited sepulchre।” বাইরের দিক থেকে সুন্দর, ভেতরে পচা। এটি ইউরোপীয় সভ্যতার প্রতীক। উপনিবেশিকতার ভেতরে শোষণ ও মৃত্যু লুকানো থাকে।
0
Updated: 1 month ago
Marlow's narrative technique is best described as-
Created: 3 weeks ago
A
A straightforward colonial travelogue recounting imperial adventures
B
A detached chronicle of historical fact
C
An objective realist account of African exploration
D
A symbolic layering of meaning that resists definitive interpretation
জোসেফ কনরাড মার্লোর বর্ণনাশৈলীতে এমন একটি narrative technique ব্যবহার করেছেন যা সরল বা বাস্তবধর্মী নয়, বরং গভীরভাবে symbolic এবং impressionistic। এখানে গল্পটি কেবল বাহ্যিক ঘটনার বিবরণ নয়, বরং মানবচেতনা, নৈতিকতা এবং উপনিবেশবাদের জটিল দিকগুলির রূপক উপস্থাপন।
Marlow একজন frame narrator, অর্থাৎ তার দৃষ্টিকোণ থেকেই পুরো কাহিনি unfold হয়, যা পাঠককে এক ধরনের psychological ও moral journey-তে নিয়ে যায়। ফলে গল্পটি প্রত্যেক পাঠকের কাছে ভিন্ন অর্থে ব্যাখ্যা করা যায় — এটি কোনো নির্দিষ্ট moral বা conclusion দেয় না।
Conrad এর এই শৈলী multi-layered symbolism এর মাধ্যমে ‘Heart of Darkness’-কে এমন একটি সাহিত্যকর্মে রূপ দেয় যা একদিকে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন, আবার অন্যদিকে মানবমন ও সভ্যতার অন্ধকার দিকের রূপক প্রতিচ্ছবি। তাই Marlow’s narrative technique-কে সর্বাধিক উপযুক্তভাবে বলা যায় — a symbolic layering of meaning that resists definitive interpretation।
0
Updated: 3 weeks ago
"In Joseph Conrad’s novel Heart of Darkness, what is the significance of Kurtz’s final words, ‘The horror! The horror! What do these words reveal about his character and the themes of the novel?"
Created: 4 weeks ago
A
Joy of freedom
B
Realisation of moral decay and human cruelty
C
Happiness and relief
D
Confusion about geography
Kurtz-এর শেষ বাক্য “The horror! The horror!” তার জীবনের নৈতিক পতন, মানুষের ক্রূরতা এবং ক্ষমতার অন্ধকারকে প্রকাশ করে। Conrad দেখিয়েছেন যে, মানুষের লোভ এবং শক্তি তার নৈতিকতা ধ্বংস করতে পারে।
এই বাক্য উপন্যাসের মূল থিম, যেখানে ক্ষমতা এবং সভ্যতার অন্ধকার একসাথে ফুটে উঠেছে।
0
Updated: 4 weeks ago