What is the job of the Chief Accountant in the novel Heart of Darkness?
A
Keeping records in perfect order
B
Leading river expeditions
C
Supervising local chiefs
D
Training new captains
উত্তরের বিবরণ
Chief Accountant হলো এমন এক চরিত্র, যে জঙ্গলের মাঝেও নিজের হিসাব-খাতা একদম গোছানো রাখে। সে সাদা জামা পরে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। কিন্তু তার এই শৃঙ্খলা আসলে শূন্য। কারণ চারপাশে মৃত্যু ও দারিদ্র্য থাকলেও সে শুধু ব্যবসার খাতা নিয়ে ব্যস্ত। এটি ঔপনিবেশিকতার ভণ্ডামি প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Why is the Brickmaker suspicious of Marlow in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
He thinks Marlow has influential backing
B
He believes Marlow is stealing ivory
C
He suspects Marlow is allied with natives
D
He fears Marlow wants his position
Brickmaker মনে করে Marlow–এর পেছনে কোম্পানির বড় কর্তাদের সমর্থন আছে। এজন্য সে তাকে তোষামোদ করে। আসলে Brickmaker নিজেই প্রভাব খোঁজে। Conrad এই চরিত্র দিয়ে কোম্পানির রাজনীতি আর ষড়যন্ত্র দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
"In Joseph Conrad’s novel Heart of Darkness, what is the significance of Kurtz’s final words, ‘The horror! The horror! What do these words reveal about his character and the themes of the novel?"
Created: 4 weeks ago
A
Joy of freedom
B
Realisation of moral decay and human cruelty
C
Happiness and relief
D
Confusion about geography
Kurtz-এর শেষ বাক্য “The horror! The horror!” তার জীবনের নৈতিক পতন, মানুষের ক্রূরতা এবং ক্ষমতার অন্ধকারকে প্রকাশ করে। Conrad দেখিয়েছেন যে, মানুষের লোভ এবং শক্তি তার নৈতিকতা ধ্বংস করতে পারে।
এই বাক্য উপন্যাসের মূল থিম, যেখানে ক্ষমতা এবং সভ্যতার অন্ধকার একসাথে ফুটে উঠেছে।
0
Updated: 4 weeks ago
What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।
0
Updated: 1 month ago