Who is Fresleven in the novel Heart of Darkness?
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
উত্তরের বিবরণ
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।
0
Updated: 1 month ago
Where does Marlow first hear of Kurtz in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
At the Company station
B
At his aunt’s house
C
On the Thames
D
At Brussels headquarters
Company–তে পৌঁছে Marlow প্রথমবার Kurtz–এর নাম শোনে। সবাই তাকে এক অসাধারণ বণিক বলে উল্লেখ করে। ধীরে ধীরে Kurtz–এর নাম কিংবদন্তি হয়ে ওঠে। Conrad এই রহস্য ব্যবহার করেছেন উত্তেজনা বাড়াতে।
1
Updated: 1 month ago
Who is the narrator of most of the story in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Marlow
B
Kurtz
C
The Manager
D
The Accountant
গল্পের মূল বর্ণনাকারী হলো Marlow। যদিও গল্পের শুরুতে এক অজ্ঞাত নাবিক বর্ণনা করে, কিন্তু আসল অভিজ্ঞতা ও যাত্রার বিবরণ দেয় Marlow নিজেই। সে আফ্রিকায় যায়, নদীপথে ভ্রমণ করে এবং Kurtz–এর সাথে সাক্ষাৎ করে। তার চোখ দিয়েই উপন্যাসের সব অভিজ্ঞতা পাঠক দেখতে পায়।
0
Updated: 1 month ago
Who is referred to as Kurtz’s “Intended” in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
His fiancée in Europe
B
His African mistress
C
The Company’s secretary
D
The Manager’s daughter
Kurtz–এর ইউরোপে একজন বাগদত্তা ছিল, যাকে সে “Intended” বলে উল্লেখ করত। সে অন্ধভাবে Kurtz–কে পূজা করত। কিন্তু Kurtz–এর আসল সত্য সে জানত না। Conrad এখানে দেখিয়েছেন ইউরোপের মায়াময় দুনিয়া আর আফ্রিকার অন্ধকার বাস্তবতার ফারাক।
0
Updated: 1 month ago