What is Kurtz’s famous last cry in the novel Heart of Darkness?
A
“The horror! The horror!”
B
“Save me! Save me!”
C
“The light! The light!”
D
“Darkness forever!”
উত্তরের বিবরণ
Kurtz মৃত্যুর আগে বলে ওঠে — “The horror! The horror!”। এই উক্তি দ্ব্যর্থবোধক। একদিকে সে নিজের জীবনের ব্যর্থতা, লোভ ও নৈতিক পতনের ভয়াবহতা বোঝাচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিকতার অমানবিক শোষণ প্রকাশ করছে। এটি সাহিত্যের অন্যতম বিখ্যাত সমাপ্তি উক্তি।
0
Updated: 1 month ago
What is Marlow’s attitude toward imperialism?
Created: 4 weeks ago
A
He fully supports it
B
He is indifferent
C
He is critical and aware of its hypocrisy
D
He is oblivious to it
Marlow Heart of Darkness এ উপনিবেশবাদ এবং এর আড়ম্বরপূর্ণ “civilizing mission” নিয়ে সমালোচক। তিনি দেখেন যে, ইউরোপীয়রা যেভাবে আফ্রিকার সম্পদ ও মানুষদের শোষণ করছে, তা নৈতিকভাবে ভুল এবং ধ্বংসাত্মক। Conrad মার্লোর দৃষ্টিকোণ ব্যবহার করে colonialism-এর দ্বন্দ্ব, মানুষের শোষণ এবং সভ্যতার ছদ্মবেশ প্রকাশ করেছেন।
0
Updated: 4 weeks ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।
1
Updated: 1 month ago
In Joseph Conrad’s Heart of Darkness, how are the African natives depicted?
Created: 3 weeks ago
A
As noble savages
B
As passive victims of colonialism
C
As aggressive conquerors
D
As Europeanized citizens
Heart of Darkness এ আফ্রিকার মানুষদের Conrad দেখিয়েছেন colonial exploitation-এর শিকার এবং সামাজিকভাবে নিগৃহীত। তারা কোন সক্রিয় দমনমূলক বা শোষক নয়, বরং আধুনিক উপনিবেশিক লুটপাট এবং নির্যাতনের শিকার। এটি উপন্যাসের মূল সামাজিক ও নৈতিক প্রতীক হিসেবে কাজ করে।
0
Updated: 3 weeks ago