What do the knitting women at the Company office symbolize in the novel Heart of Darkness?
A
Fate and death
B
Love and care
C
Wealth and success
D
Peace and comfort
উত্তরের বিবরণ
Company অফিসে Marlow দুই নারীকে দেখে, যারা কালো উলের বুনন করছে। এরা ভাগ্য দেবীর প্রতীক, যারা জীবনের সুতো কেটে দেয়। তারা যেন ঔপনিবেশিক অভিযাত্রীদের মৃত্যু ও অন্ধকারে ঠেলে দেওয়ার প্রতীক। Conrad প্রতীকীভাবে দেখিয়েছেন যাত্রার অমোঘ পরিণতি।
0
Updated: 1 month ago
What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
Where does Marlow first hear of Kurtz in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
At the Company station
B
At his aunt’s house
C
On the Thames
D
At Brussels headquarters
Company–তে পৌঁছে Marlow প্রথমবার Kurtz–এর নাম শোনে। সবাই তাকে এক অসাধারণ বণিক বলে উল্লেখ করে। ধীরে ধীরে Kurtz–এর নাম কিংবদন্তি হয়ে ওঠে। Conrad এই রহস্য ব্যবহার করেছেন উত্তেজনা বাড়াতে।
1
Updated: 1 month ago
What is the name of the ship where Marlow tells his story to his companions?
Created: 3 weeks ago
A
The Queen Victoria
B
The Congo
C
The Nellie
D
The Niger
‘Heart of Darkness’ উপন্যাসে Marlow তাঁর গল্পটি তাঁর সঙ্গীদের কাছে যে জাহাজে বসে বলেন, সেটির নাম The Nellie। এটি মূল কাহিনির বাইরে একটি frame narrative তৈরি করে, যেখানে মূল গল্পের ভেতরে গল্প বলা হয়। এই কাঠামো Joseph Conrad-এর লেখনিতে এক ধরনের গভীর প্রতীকী পরিবেশ তৈরি করে।
পয়েন্ট আকারে:
-
গল্পের শুরু হয় River Thames-এর উপর নোঙর করা cruising yawl ‘The Nellie’ জাহাজে।
-
Marlow এখানে তাঁর আফ্রিকা ভ্রমণের অভিজ্ঞতা ও Congo নদীর অন্ধকার দিকের কাহিনি তাঁর সঙ্গীদের শোনান।
-
এই ফ্রেম বা বাইরের গল্পটি উপন্যাসের ভেতরের কাহিনির সঙ্গে contrast তৈরি করে—Thames-এর সভ্য আলো আর Congo-র অন্ধকারের মধ্যে।
-
Conrad এই সেটিংটি ব্যবহার করেছেন মানবসভ্যতা ও অন্ধকারের পার্থক্য প্রতীকীভাবে প্রকাশ করার জন্য।
0
Updated: 3 weeks ago