Who is described as “hollow at the core” in the novel Heart of Darkness?
A
Kurtz
B
Marlow
C
The Accountant
D
The Manager
উত্তরের বিবরণ
Kurtz প্রথমে প্রতিভাবান, বাগ্মী ও আদর্শবাদী মনে হলেও শেষে দেখা যায় তার ভেতরে কোনো নৈতিকতা নেই। সে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে “hollow at the core” হয়ে গেছে। Conrad এর মাধ্যমে ঔপনিবেশিক শক্তির ভেতরের শূন্যতা প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।
0
Updated: 1 month ago
Who is Fresleven in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।
0
Updated: 1 month ago
In Joseph Conrad’s Heart of Darkness, how are the African natives depicted?
Created: 3 weeks ago
A
As noble savages
B
As passive victims of colonialism
C
As aggressive conquerors
D
As Europeanized citizens
Heart of Darkness এ আফ্রিকার মানুষদের Conrad দেখিয়েছেন colonial exploitation-এর শিকার এবং সামাজিকভাবে নিগৃহীত। তারা কোন সক্রিয় দমনমূলক বা শোষক নয়, বরং আধুনিক উপনিবেশিক লুটপাট এবং নির্যাতনের শিকার। এটি উপন্যাসের মূল সামাজিক ও নৈতিক প্রতীক হিসেবে কাজ করে।
0
Updated: 3 weeks ago