Who is the mysterious ivory trader in the novel Heart of Darkness?
A
Kurtz
B
Fresleven
C
The Brickmaker
D
The Helmsman
উত্তরের বিবরণ
Kurtz একজন রহস্যময় ইউরোপীয় বণিক, যে আফ্রিকায় হাতির দাঁতের ব্যবসায় নিয়োজিত। সে অসাধারণ প্রতিভাবান, কিন্তু আফ্রিকার অরণ্যে গিয়ে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে পড়ে। তার বিখ্যাত উক্তি “The horror! The horror!” ঔপনিবেশিক শোষণের ভয়াবহতা প্রকাশ করে।
0
Updated: 1 month ago
"In Joseph Conrad’s novel Heart of Darkness, how is darkness or irony used in the depiction of European colonialism and the colonisers?"
Created: 3 weeks ago
A
To praise their moral superiority
B
To highlight the contrast between their civilising claims and brutal actions
C
To show their efficiency
D
To depict them as harmless
Heart of Darkness এ Conrad irony ব্যবহার করেছেন ইউরোপীয় colonizers-এর আচরণের সমালোচনা করতে। তারা “civilizing mission” বলে দাবী করে, কিন্তু বাস্তবে আফ্রিকার মানুষদের শোষণ, হত্যা এবং সম্পদের লুটপাট করে। এই বিরোধ তাদের নৈতিক পতন এবং মানবতার অন্ধকারকে দৃশ্যমান করে।
0
Updated: 3 weeks ago
What is symbolized by the Congo River in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
A journey into the unconscious
B
A path to political power
C
A bridge to European wealth
D
A site of religious harmony
কঙ্গো নদী Marlow–এর ভ্রমণপথ হলেও প্রতীকীভাবে এটি মানুষের অচেতন মনের যাত্রা। নদীর বাঁকগুলো অজানা ভয়ের প্রতীক। Marlow যখন ভেতরের দিকে যায়, তখন সে সভ্যতার মুখোশ ছাড়িয়ে আসল অন্ধকার দেখতে পায়। Conrad নদীকে ব্যবহার করেছেন আত্ম-অনুসন্ধানের প্রতীক হিসেবে।
0
Updated: 1 month ago
Who is referred to as Kurtz’s “Intended” in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
His fiancée in Europe
B
His African mistress
C
The Company’s secretary
D
The Manager’s daughter
Kurtz–এর ইউরোপে একজন বাগদত্তা ছিল, যাকে সে “Intended” বলে উল্লেখ করত। সে অন্ধভাবে Kurtz–কে পূজা করত। কিন্তু Kurtz–এর আসল সত্য সে জানত না। Conrad এখানে দেখিয়েছেন ইউরোপের মায়াময় দুনিয়া আর আফ্রিকার অন্ধকার বাস্তবতার ফারাক।
0
Updated: 1 month ago