ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
A
20 কেজি
B
18 কেজি
C
24 কেজি
D
30 কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
সমাধান:
ধরি, ভর রাখতে হবে = x কেজি
লিভারের ভারসাম্য সূত্র অনুযায়ী,
30 × 16 = 20 × (x)
⇒ 480 = 20x
⇒ x = 480/20
∴ x = 24
∴ প্রশ্নবোধক স্থানে 24 kg ভর রাখতে হবে।

0
Updated: 17 hours ago
'ENGINEER' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
Created: 1 week ago
A
240
B
720
C
380
D
620
প্রশ্ন: 'ENGINEER' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
সমাধান:
'ENGINEER' শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি। যার মধ্যে Vowel আছে 4টি (তবে E আছে তিনটি)।
Vowel চারটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি (যার মধ্যে n আছে দুইটি)
∴ 5টি বর্ণকে সাজানো যায় = 5!/2! = 120/2 = 60
Vowel চারটিকে সাজানো যায় = 4!/3! = 4
∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 60 × 4 = 240

0
Updated: 1 week ago
একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?
Created: 2 weeks ago
A
শ্বশুর
B
ভাই
C
স্বামী
D
ছেলে
প্রশ্ন: একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?
সমাধান:
মহিলার কথা মতে,
ছবির লোকটি তার(মহিলার) ছেলের দাদার একমাত্র ছেলে।
মহিলার ছেলের দাদা মহিলার শ্বশুর।
মহিলার স্বামী শ্বশুরের একমাত্র ছেলে।
∴ ছবির লোকটি মহিলার স্বামী।

0
Updated: 2 weeks ago
A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4

0
Updated: 1 month ago