Who nurses Kurtz during his final illness in the novel Heart of Darkness?
A
Marlow
B
The Manager
C
The Russian trader
D
His Intended
উত্তরের বিবরণ
Kurtz অসুস্থ হলে Marlow–ই তার যত্ন নেয় এবং তাকে ইউরোপে ফেরত আনার চেষ্টা করে। কিন্তু Kurtz মৃত্যুর আগে “The horror! The horror!” বলে মারা যায়। Marlow Kurtz–এর পতন এবং ঔপনিবেশিকতার ভেতরের অন্ধকার কাছ থেকে দেখ
0
Updated: 1 month ago
Where does the frame narrative of the novel begin in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
On the Thames River in London
B
On the Congo River in Africa
C
In Brussels at Company office
D
At a seaport in France
উপন্যাসের শুরু Thames নদীতে। কয়েকজন নাবিক নৌকায় বসে, আর Marlow তার গল্প বলতে শুরু করে। Thames নদী সভ্যতার প্রতীক হলেও Conrad ইঙ্গিত দিয়েছেন যে এখান থেকেও ঔপনিবেশিক অন্ধকারের যাত্রা শুরু হয়।
0
Updated: 1 month ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।
1
Updated: 1 month ago
Who is Marlow's direct supervisor in Heart of Darkness?
Created: 3 weeks ago
A
Kurtz
B
Manager
C
Brickmaker
D
Chief Accountant
মার্লোর সরাসরি সুপারভাইজার হচ্ছেন সেন্ট্রাল স্টেশনের ম্যানেজার। তিনি কোম্পানির প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং মার্লো তার অধীনস্থ হিসেবে কাজ করেন। ম্যানেজারের মাধ্যমে কোম্পানির আদেশ ও নীতি কার্যকর করা হয়, যা মার্লোর দায়িত্ব ও সিদ্ধান্তের ওপর সরাসরি প্রভাব ফেলে।
The Manager of the Central Station ছিল মার্লোর immediate superior।
-
তিনি কোম্পানির hierarchical chain of command–এর গুরুত্বপূর্ণ অংশ।
-
মার্লোর কাজ ও নির্দেশনা মূলত ম্যানেজারের কাছ থেকেই আসত।
-
এই সম্পর্ক গল্পে authority, control এবং bureaucracy–এর প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছে।
0
Updated: 3 weeks ago