What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
উত্তরের বিবরণ
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What does Marlow find on the fence posts at the Inner Station?
Created: 3 weeks ago
A
Monkey skulls
B
Human heads
C
The company flag
D
Accountant's diary
মার্লো যখন Inner Station-এ পৌঁছায়, সে দেখতে পায় যে বেড়ার খুঁটিগুলোর ওপরে মানবমাথা (Human heads) গাঁথা আছে। এই দৃশ্যটি শুধু ভয়ঙ্করই নয়, বরং এটি কার্টজের (Kurtz) অমানবিকতা ও নৈতিক অবক্ষয়ের একটি জীবন্ত প্রতীক।
এই মাথাগুলোকে Kurtz তার ক্ষমতার ভয়াবহ প্রদর্শন (grotesque exercise of power) হিসেবে ব্যবহার করেছে। তার অনুসারীরা ও স্থানীয় লোকেরা যেন বুঝতে পারে, সে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং তার আদেশ অমান্য করা মানেই মৃত্যু।
প্রতীকীভাবে এই মাথাগুলো দেখায় যে সভ্যতার মুখোশের আড়ালে থাকা বর্বরতা (savagery) কীভাবে Kurtz-এর ভেতর পুরোপুরি প্রকাশ পেয়েছিল।
তাই এই দৃশ্যটি কেবল একটি ভয়াবহ চিত্র নয়, বরং Heart of Darkness-এর মূল থিম — "মানব সভ্যতার অন্তর্গত অন্ধকার" — এরই এক গভীর রূপক প্রকাশ।
0
Updated: 3 weeks ago
What is the job of the Chief Accountant in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Keeping records in perfect order
B
Leading river expeditions
C
Supervising local chiefs
D
Training new captains
Chief Accountant হলো এমন এক চরিত্র, যে জঙ্গলের মাঝেও নিজের হিসাব-খাতা একদম গোছানো রাখে। সে সাদা জামা পরে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। কিন্তু তার এই শৃঙ্খলা আসলে শূন্য। কারণ চারপাশে মৃত্যু ও দারিদ্র্য থাকলেও সে শুধু ব্যবসার খাতা নিয়ে ব্যস্ত। এটি ঔপনিবেশিকতার ভণ্ডামি প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What do the knitting women at the Company office symbolize in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Fate and death
B
Love and care
C
Wealth and success
D
Peace and comfort
Company অফিসে Marlow দুই নারীকে দেখে, যারা কালো উলের বুনন করছে। এরা ভাগ্য দেবীর প্রতীক, যারা জীবনের সুতো কেটে দেয়। তারা যেন ঔপনিবেশিক অভিযাত্রীদের মৃত্যু ও অন্ধকারে ঠেলে দেওয়ার প্রতীক। Conrad প্রতীকীভাবে দেখিয়েছেন যাত্রার অমোঘ পরিণতি।
0
Updated: 1 month ago