What effect does Kurtz’s voice have on others in the novel Heart of Darkness?
A
It captivates and dominates
B
It frightens and silences
C
It heals and comforts
D
It confuses and distracts
উত্তরের বিবরণ
Kurtz–এর কণ্ঠ এত শক্তিশালী যে সবাই মুগ্ধ হয়। সে লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে অন্যদের নিয়ন্ত্রণ করে। তার প্রতিভা আসলে ভাষার শক্তিতে। Conrad দেখিয়েছেন ক্ষমতা কেবল সম্পদে নয়, ভাষাতেও লুকিয়ে আছে।
0
Updated: 1 month ago
What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।
0
Updated: 1 month ago
Why is the title Heart of Darkness significant?
Created: 4 weeks ago
A
It refers only to the African jungle
B
It symbolises both geographical and moral darkness
C
It refers to the unexplored rivers
D
It is a metaphor for European cities
Heart of Darkness এর শিরোনাম আফ্রিকার গভীর অরণ্য এবং মানব প্রকৃতির নৈতিক অন্ধকারের প্রতীক। Conrad দেখিয়েছেন যে, আফ্রিকার নদী এবং জঙ্গল শুধু ভৌগোলিক নয়, বরং মানুষের নৈতিক, আধ্যাত্মিক এবং সামাজিক সীমাবদ্ধতার প্রতীক।
মার্লোর যাত্রা শুধু একটি ভৌগোলিক ভ্রমণ নয়, এটি মানুষের মন এবং নৈতিকতার অন্ধকারে প্রবেশের প্রতীক।
0
Updated: 4 weeks ago
Who is referred to as Kurtz’s “Intended” in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
His fiancée in Europe
B
His African mistress
C
The Company’s secretary
D
The Manager’s daughter
Kurtz–এর ইউরোপে একজন বাগদত্তা ছিল, যাকে সে “Intended” বলে উল্লেখ করত। সে অন্ধভাবে Kurtz–কে পূজা করত। কিন্তু Kurtz–এর আসল সত্য সে জানত না। Conrad এখানে দেখিয়েছেন ইউরোপের মায়াময় দুনিয়া আর আফ্রিকার অন্ধকার বাস্তবতার ফারাক।
0
Updated: 1 month ago