What European city is compared to a “whited sepulchre” in the novel Heart of Darkness?
A
Brussels
B
Paris
C
London
D
Rome
উত্তরের বিবরণ
Marlow Brussels–কে বলেন “whited sepulchre।” বাইরের দিক থেকে সুন্দর, ভেতরে পচা। এটি ইউরোপীয় সভ্যতার প্রতীক। উপনিবেশিকতার ভেতরে শোষণ ও মৃত্যু লুকানো থাকে।
0
Updated: 1 month ago
What is the name of the ship where Marlow tells his story to his companions?
Created: 3 weeks ago
A
The Queen Victoria
B
The Congo
C
The Nellie
D
The Niger
‘Heart of Darkness’ উপন্যাসে Marlow তাঁর গল্পটি তাঁর সঙ্গীদের কাছে যে জাহাজে বসে বলেন, সেটির নাম The Nellie। এটি মূল কাহিনির বাইরে একটি frame narrative তৈরি করে, যেখানে মূল গল্পের ভেতরে গল্প বলা হয়। এই কাঠামো Joseph Conrad-এর লেখনিতে এক ধরনের গভীর প্রতীকী পরিবেশ তৈরি করে।
পয়েন্ট আকারে:
-
গল্পের শুরু হয় River Thames-এর উপর নোঙর করা cruising yawl ‘The Nellie’ জাহাজে।
-
Marlow এখানে তাঁর আফ্রিকা ভ্রমণের অভিজ্ঞতা ও Congo নদীর অন্ধকার দিকের কাহিনি তাঁর সঙ্গীদের শোনান।
-
এই ফ্রেম বা বাইরের গল্পটি উপন্যাসের ভেতরের কাহিনির সঙ্গে contrast তৈরি করে—Thames-এর সভ্য আলো আর Congo-র অন্ধকারের মধ্যে।
-
Conrad এই সেটিংটি ব্যবহার করেছেন মানবসভ্যতা ও অন্ধকারের পার্থক্য প্রতীকীভাবে প্রকাশ করার জন্য।
0
Updated: 3 weeks ago
What role does colonialism play in the novel "Heart of Darkness"?
Created: 4 weeks ago
A
It is portrayed as a civilising mission
B
It is depicted as exploitative and destructive
C
It is irrelevant to the plot
D
It is a background element with no moral implications
Heart of Darkness এ Conrad ইউরোপীয় উপনিবেশবাদকে নিগ্রহমূলক এবং ধ্বংসাত্মক হিসেবে দেখিয়েছেন। আফ্রিকার স্থানীয় মানুষদের শোষণ, সম্পদের লুটপাট এবং নৈতিক বিপর্যয় colonialism-এর প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে।
এই শোষণ শুধু অর্থনৈতিক নয়, বরং আধ্যাত্মিক ও মানসিকভাবে স্থানীয় মানুষদের ক্ষতিগ্রস্ত করে। Conrad মূলত colonialism-এর অন্তর্নিহিত অহংকার, মানবতার প্রতি অবহেলা এবং নৈতিক অন্ধকারকে প্রকাশ করেছেন।
0
Updated: 4 weeks ago
What is the symbolic meaning of ivory in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Greed and exploitation
B
Purity and peace
C
Strength and protection
D
Knowledge and truth
Ivory ইউরোপীয়দের জন্য ধনসম্পদ, কিন্তু আফ্রিকানদের জন্য শোষণ ও মৃত্যু। হাতির দাঁতের প্রতি লোভই Kurtz–এর পতনের কারণ। Conrad ivory–কে লোভ, দুর্নীতি আর ঔপনিবেশিক শোষণের প্রতীক করেছেন।
0
Updated: 1 month ago