What is the symbolic meaning of ivory in the novel Heart of Darkness?
A
Greed and exploitation
B
Purity and peace
C
Strength and protection
D
Knowledge and truth
উত্তরের বিবরণ
Ivory ইউরোপীয়দের জন্য ধনসম্পদ, কিন্তু আফ্রিকানদের জন্য শোষণ ও মৃত্যু। হাতির দাঁতের প্রতি লোভই Kurtz–এর পতনের কারণ। Conrad ivory–কে লোভ, দুর্নীতি আর ঔপনিবেশিক শোষণের প্রতীক করেছেন।

0
Updated: 17 hours ago
What is the job of the Chief Accountant in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Keeping records in perfect order
B
Leading river expeditions
C
Supervising local chiefs
D
Training new captains
Chief Accountant হলো এমন এক চরিত্র, যে জঙ্গলের মাঝেও নিজের হিসাব-খাতা একদম গোছানো রাখে। সে সাদা জামা পরে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। কিন্তু তার এই শৃঙ্খলা আসলে শূন্য। কারণ চারপাশে মৃত্যু ও দারিদ্র্য থাকলেও সে শুধু ব্যবসার খাতা নিয়ে ব্যস্ত। এটি ঔপনিবেশিকতার ভণ্ডামি প্রকাশ করে।

0
Updated: 17 hours ago
What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।

0
Updated: 20 hours ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।

0
Updated: 20 hours ago