What is the job of the Chief Accountant in the novel Heart of Darkness?
A
Keeping records in perfect order
B
Leading river expeditions
C
Supervising local chiefs
D
Training new captains
উত্তরের বিবরণ
Chief Accountant হলো এমন এক চরিত্র, যে জঙ্গলের মাঝেও নিজের হিসাব-খাতা একদম গোছানো রাখে। সে সাদা জামা পরে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। কিন্তু তার এই শৃঙ্খলা আসলে শূন্য। কারণ চারপাশে মৃত্যু ও দারিদ্র্য থাকলেও সে শুধু ব্যবসার খাতা নিয়ে ব্যস্ত। এটি ঔপনিবেশিকতার ভণ্ডামি প্রকাশ করে।

0
Updated: 17 hours ago
Who is the author of Heart of Darkness?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
Charles Dickens
C
Thomas Hardy
D
D. H. Lawrence

0
Updated: 1 month ago
Who is described as “hollow at the core” in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Kurtz
B
Marlow
C
The Accountant
D
The Manager
Kurtz প্রথমে প্রতিভাবান, বাগ্মী ও আদর্শবাদী মনে হলেও শেষে দেখা যায় তার ভেতরে কোনো নৈতিকতা নেই। সে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে “hollow at the core” হয়ে গেছে। Conrad এর মাধ্যমে ঔপনিবেশিক শক্তির ভেতরের শূন্যতা প্রকাশ করেছেন।

0
Updated: 17 hours ago
Who is referred to as Kurtz’s “Intended” in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
His fiancée in Europe
B
His African mistress
C
The Company’s secretary
D
The Manager’s daughter
Kurtz–এর ইউরোপে একজন বাগদত্তা ছিল, যাকে সে “Intended” বলে উল্লেখ করত। সে অন্ধভাবে Kurtz–কে পূজা করত। কিন্তু Kurtz–এর আসল সত্য সে জানত না। Conrad এখানে দেখিয়েছেন ইউরোপের মায়াময় দুনিয়া আর আফ্রিকার অন্ধকার বাস্তবতার ফারাক।

0
Updated: 17 hours ago