Who is referred to as Kurtz’s “Intended” in the novel Heart of Darkness?
A
His fiancée in Europe
B
His African mistress
C
The Company’s secretary
D
The Manager’s daughter
উত্তরের বিবরণ
Kurtz–এর ইউরোপে একজন বাগদত্তা ছিল, যাকে সে “Intended” বলে উল্লেখ করত। সে অন্ধভাবে Kurtz–কে পূজা করত। কিন্তু Kurtz–এর আসল সত্য সে জানত না। Conrad এখানে দেখিয়েছেন ইউরোপের মায়াময় দুনিয়া আর আফ্রিকার অন্ধকার বাস্তবতার ফারাক।

0
Updated: 17 hours ago
What is symbolized by the Congo River in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
A journey into the unconscious
B
A path to political power
C
A bridge to European wealth
D
A site of religious harmony
কঙ্গো নদী Marlow–এর ভ্রমণপথ হলেও প্রতীকীভাবে এটি মানুষের অচেতন মনের যাত্রা। নদীর বাঁকগুলো অজানা ভয়ের প্রতীক। Marlow যখন ভেতরের দিকে যায়, তখন সে সভ্যতার মুখোশ ছাড়িয়ে আসল অন্ধকার দেখতে পায়। Conrad নদীকে ব্যবহার করেছেন আত্ম-অনুসন্ধানের প্রতীক হিসেবে।

0
Updated: 20 hours ago
What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।

0
Updated: 17 hours ago
Who is the mysterious ivory trader in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Kurtz
B
Fresleven
C
The Brickmaker
D
The Helmsman
Kurtz একজন রহস্যময় ইউরোপীয় বণিক, যে আফ্রিকায় হাতির দাঁতের ব্যবসায় নিয়োজিত। সে অসাধারণ প্রতিভাবান, কিন্তু আফ্রিকার অরণ্যে গিয়ে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে পড়ে। তার বিখ্যাত উক্তি “The horror! The horror!” ঔপনিবেশিক শোষণের ভয়াবহতা প্রকাশ করে।

0
Updated: 17 hours ago