What is Kurtz’s famous last cry in the novel Heart of Darkness?
A
“The horror! The horror!”
B
“Save me! Save me!”
C
“The light! The light!”
D
“Darkness forever!”
উত্তরের বিবরণ
Kurtz মৃত্যুর আগে বলে ওঠে — “The horror! The horror!”। এই উক্তি দ্ব্যর্থবোধক। একদিকে সে নিজের জীবনের ব্যর্থতা, লোভ ও নৈতিক পতনের ভয়াবহতা বোঝাচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিকতার অমানবিক শোষণ প্রকাশ করছে। এটি সাহিত্যের অন্যতম বিখ্যাত সমাপ্তি উক্তি।

0
Updated: 17 hours ago
Where is Heart of Darkness set?
Created: 1 month ago
A
Congo
B
England
C
America
D
India

0
Updated: 1 month ago
Who repairs Marlow’s steamboat in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
The cannibals and local workers
B
The Manager alone
C
The Brickmaker
D
Kurtz himself
Marlow–এর স্টিমবোট বারবার ভেঙে যায়। স্থানীয় শ্রমিক ও “cannibals” নামে পরিচিত আফ্রিকান কর্মীরা তার সাথে কাজ করে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা অবহেলা করে, তারাই আসলে কাজের মূল ভরসা। এটি ঔপনিবেশিক শোষণের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ করে।

0
Updated: 20 hours ago
What do the knitting women at the Company office symbolize in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Fate and death
B
Love and care
C
Wealth and success
D
Peace and comfort
Company অফিসে Marlow দুই নারীকে দেখে, যারা কালো উলের বুনন করছে। এরা ভাগ্য দেবীর প্রতীক, যারা জীবনের সুতো কেটে দেয়। তারা যেন ঔপনিবেশিক অভিযাত্রীদের মৃত্যু ও অন্ধকারে ঠেলে দেওয়ার প্রতীক। Conrad প্রতীকীভাবে দেখিয়েছেন যাত্রার অমোঘ পরিণতি।

0
Updated: 17 hours ago