Who is described as “hollow at the core” in the novel Heart of Darkness?
A
Kurtz
B
Marlow
C
The Accountant
D
The Manager
উত্তরের বিবরণ
Kurtz প্রথমে প্রতিভাবান, বাগ্মী ও আদর্শবাদী মনে হলেও শেষে দেখা যায় তার ভেতরে কোনো নৈতিকতা নেই। সে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে “hollow at the core” হয়ে গেছে। Conrad এর মাধ্যমে ঔপনিবেশিক শক্তির ভেতরের শূন্যতা প্রকাশ করেছেন।

0
Updated: 17 hours ago
What is Kurtz’s famous last cry in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
“The horror! The horror!”
B
“Save me! Save me!”
C
“The light! The light!”
D
“Darkness forever!”
Kurtz মৃত্যুর আগে বলে ওঠে — “The horror! The horror!”। এই উক্তি দ্ব্যর্থবোধক। একদিকে সে নিজের জীবনের ব্যর্থতা, লোভ ও নৈতিক পতনের ভয়াবহতা বোঝাচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিকতার অমানবিক শোষণ প্রকাশ করছে। এটি সাহিত্যের অন্যতম বিখ্যাত সমাপ্তি উক্তি।

0
Updated: 17 hours ago
What effect does Kurtz’s voice have on others in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
It captivates and dominates
B
It frightens and silences
C
It heals and comforts
D
It confuses and distracts
Kurtz–এর কণ্ঠ এত শক্তিশালী যে সবাই মুগ্ধ হয়। সে লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে অন্যদের নিয়ন্ত্রণ করে। তার প্রতিভা আসলে ভাষার শক্তিতে। Conrad দেখিয়েছেন ক্ষমতা কেবল সম্পদে নয়, ভাষাতেও লুকিয়ে আছে।

0
Updated: 17 hours ago
Who is the author of Heart of Darkness?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
Charles Dickens
C
Thomas Hardy
D
D. H. Lawrence

0
Updated: 1 month ago