Who is the mysterious ivory trader in the novel Heart of Darkness?
A
Kurtz
B
Fresleven
C
The Brickmaker
D
The Helmsman
উত্তরের বিবরণ
Kurtz একজন রহস্যময় ইউরোপীয় বণিক, যে আফ্রিকায় হাতির দাঁতের ব্যবসায় নিয়োজিত। সে অসাধারণ প্রতিভাবান, কিন্তু আফ্রিকার অরণ্যে গিয়ে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে পড়ে। তার বিখ্যাত উক্তি “The horror! The horror!” ঔপনিবেশিক শোষণের ভয়াবহতা প্রকাশ করে।

0
Updated: 17 hours ago
What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।

0
Updated: 17 hours ago
What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।

0
Updated: 20 hours ago
What effect does Kurtz’s voice have on others in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
It captivates and dominates
B
It frightens and silences
C
It heals and comforts
D
It confuses and distracts
Kurtz–এর কণ্ঠ এত শক্তিশালী যে সবাই মুগ্ধ হয়। সে লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে অন্যদের নিয়ন্ত্রণ করে। তার প্রতিভা আসলে ভাষার শক্তিতে। Conrad দেখিয়েছেন ক্ষমতা কেবল সম্পদে নয়, ভাষাতেও লুকিয়ে আছে।

0
Updated: 17 hours ago