An intensive search was conducted by the detective to locate those criminals, who ______. 

A

have had escaped 

B

had escaped 

C

are escaping 

D

have been escaping

উত্তরের বিবরণ

img

শূন্যস্থানে সঠিক উত্তর: had escaped

সঠিক বাক্য:
An intensive search was conducted by the detective to locate those criminals who had escaped।

অর্থ: যেসব অপরাধীরা পালিয়ে গিয়েছিল তাদেরকে খুঁজে বের করার জন্য গোয়েন্দারা একটি ব্যাপক অনুসন্ধান পরিচালনা করেছিলেন।

ব্যাখ্যা: এখানে দুটি ঘটনা সময়ক্রমে সম্পন্ন হয়েছে — প্রথমে অপরাধীরা পালিয়েছিল এবং পরে গোয়েন্দারা তাদের ধরার জন্য অনুসন্ধান শুরু করেছিল। অর্থাৎ, পালানোর ঘটনা ছিল চিরুনি অভিযান শুরুর চেয়ে আগের।

তাই অতীতের এই দুই ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে তাকে Past Perfect Tense দিয়ে প্রকাশ করা হয়, এবং যেটি পরে হয়েছে তা Past Indefinite Tense হয়।

টেন্সের নিয়ম:

  • Past Perfect Tense গঠন:
    Subject + had + Past Participle (V3) + বাক্যের বাকি অংশ

  • Past Indefinite Tense গঠন:
    Subject + Verb (past form) + বাক্যের বাকি অংশ

এক্ষেত্রে:

  • ‘An intensive search was conducted’ — past indefinite tense।

  • অপরাধীরা আগে পালিয়েছিল, তাই সে অংশটি হবে past perfect tense, অর্থাৎ ‘had escaped’।


সংক্ষেপে: যখন অতীতে দুইটি কাজ সম্পন্ন হয়, এবং তাদের মধ্যে একটি কাজ অন্যটির আগে সম্পন্ন হয়, তখন আগে সম্পন্ন কাজটি Past Perfect Tense এবং পরে সম্পন্ন কাজটি Past Indefinite Tense এ লেখা হয়।

যেমন: Those criminals who had escaped were being searched by the detective.”

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD