What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
উত্তরের বিবরণ
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।

0
Updated: 17 hours ago
What phrase does Marlow use to describe Kurtz in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
“Hollow at the core”
B
“A noble man”
C
“A savior of the people”
D
“A messenger of light”
Marlow Kurtz–কে বলেন “hollow at the core।” Kurtz প্রথমে আদর্শবাদী মনে হলেও শেষে বোঝা যায় তার ভেতরে কিছু নেই। কেবল লোভ, ক্ষমতা আর পাগলামি। এটি ঔপনিবেশিকতার ভেতরের শূন্যতার প্রতীক।

0
Updated: 20 hours ago
Where does the frame narrative of the novel begin in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
On the Thames River in London
B
On the Congo River in Africa
C
In Brussels at Company office
D
At a seaport in France
উপন্যাসের শুরু Thames নদীতে। কয়েকজন নাবিক নৌকায় বসে, আর Marlow তার গল্প বলতে শুরু করে। Thames নদী সভ্যতার প্রতীক হলেও Conrad ইঙ্গিত দিয়েছেন যে এখান থেকেও ঔপনিবেশিক অন্ধকারের যাত্রা শুরু হয়।

0
Updated: 20 hours ago
What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।

0
Updated: 20 hours ago