মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র কোনটি?
A
বিদ্যালয়
B
পরিবার
C
সমাজ
D
রাষ্ট্র
উত্তরের বিবরণ
মানব জীবনে মূল্যবোধের প্রাথমিক শিক্ষা মূলত পরিবারের মাধ্যমে শুরু হয়। পরিবার শিশুদের আচরণ, চিন্তাভাবনা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার প্রথম ক্ষেত্র হিসেবে কাজ করে, যেখানে শিশুর নৈতিক দিকগুলি বিকশিত হয়।
মূল্যবোধ:
-
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
-
মূল্যবোধ স্থায়ী নয়; এটি পরিবর্তনশীল এবং প্রাথমিক শিক্ষা পাওয়া যায় পরিবার থেকে, আর প্রাতিষ্ঠানিক উৎস হলো শিক্ষালয়।
-
মূল্যবোধ হলো সেই সব চিন্তাভাবনা, আশা-আকাঙ্ক্ষা, লক্ষ্য ও উদ্দেশ্য, যা মানুষের আচরণ ও কার্যকলাপকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে।
-
শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ ও মানবিক সুবিবেচিত আচরণের সমষ্টিই মূল্যবোধ।
0
Updated: 1 month ago
নৈতিকতা কী ধরনের বিষয়?
Created: 1 month ago
A
শারীরিক বিষয়
B
অর্থনৈতিক বিষয়
C
মানসিক বিষয়
D
রাজনৈতিক বিষয়
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি।
-
নৈতিকতার উদ্ভব মানুষের বিবেকবোধ থেকে।
-
এটি একটি মানসিক বিষয়।
-
নৈতিকতার উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপিত নয়। অর্থাৎ নৈতিকতা লঙ্ঘনকারীকে রাষ্ট্র বা রাষ্ট্রীয় আইন শাস্তি প্রদান করতে পারে না।
-
বিবেকের দংশনই নৈতিকতার সবচেয়ে বড় রক্ষাকবচ।
-
মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণ সাধনই নৈতিকতার লক্ষ্য।
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
'কর্তব্যের জন্য কর্তব্য'- এই ধারণাটির প্রবর্তক কে?
Created: 1 month ago
A
প্লেটো
B
বার্ট্রান্ড রাসেল
C
ইমানুয়েল কান্ট
D
সক্রেটিস
ইমানুয়েল কান্ট একজন প্রখ্যাত জার্মান দার্শনিক, যিনি নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারণা প্রবর্তন করেন। তিনি বিশেষ করে নৈতিকতা এবং কর্তব্যের মধ্যে সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন।
-
'কর্তব্যের জন্য কর্তব্য' ধারণার প্রবর্তক হলেন ইমানুয়েল কান্ট।
-
ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী, যিনি নৈতিকতা সম্পর্কিত তত্ত্বগুলো বিকাশ করেন।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
কর্তব্যমুখী নৈতিকতা বা কর্তব্যের নৈতিকতা দর্শন যে কোনো কর্মের ফলাফল বা পরিণতির চেয়ে কর্মের ধরন ও উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দেয়।
-
ইমানুয়েল কান্টকে কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক বলা হয়।
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে?
Created: 1 month ago
A
রাজতন্ত্র
B
মৌলিক গণতন্ত্র
C
আমলাতন্ত্র
D
সবগুলো
আমলাতন্ত্র হলো একটি স্থায়ী, বেতনভুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারী সংগঠন, যার মাধ্যমে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ইংরেজিতে এটি Bureaucracy নামে পরিচিত এবং এর শাব্দিক অর্থ ‘Desk government’ বা ‘দাপ্তরিক সরকার’। আমলাতন্ত্র বলতে বোঝায় প্রশাসনিক কর্মকর্তা বা আমলাদের শাসন, যারা সুশৃঙ্খলভাবে সংযুক্ত ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
-
ইতিহাস ও ধারণা:
-
জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম ‘Legal and Rational Model’ এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
-
ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।
-
-
মূল্যবোধ ও ভারসাম্য:
-
আমলাগণ পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
-
একজন আমলার সিদ্ধান্ত ব্যক্তিগত মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয় এবং পেশাগত মূল্যবোধ থেকেও প্রভাবিত হয়।
-
এই উভয় প্রকার মূল্যবোধের ভারসাম্য কেবলমাত্র আমলাতন্ত্রের মধ্যেই পরিলক্ষিত হয়।
-
0
Updated: 1 month ago