What effect does Kurtz’s voice have on others in the novel Heart of Darkness?
A
It captivates and dominates
B
It frightens and silences
C
It heals and comforts
D
It confuses and distracts
উত্তরের বিবরণ
Kurtz–এর কণ্ঠ এত শক্তিশালী যে সবাই মুগ্ধ হয়। সে লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে অন্যদের নিয়ন্ত্রণ করে। তার প্রতিভা আসলে ভাষার শক্তিতে। Conrad দেখিয়েছেন ক্ষমতা কেবল সম্পদে নয়, ভাষাতেও লুকিয়ে আছে।

0
Updated: 17 hours ago
Who is Fresleven in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 17 hours ago
Who is the narrator of most of the story in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
Marlow
B
Kurtz
C
The Manager
D
The Accountant
গল্পের মূল বর্ণনাকারী হলো Marlow। যদিও গল্পের শুরুতে এক অজ্ঞাত নাবিক বর্ণনা করে, কিন্তু আসল অভিজ্ঞতা ও যাত্রার বিবরণ দেয় Marlow নিজেই। সে আফ্রিকায় যায়, নদীপথে ভ্রমণ করে এবং Kurtz–এর সাথে সাক্ষাৎ করে। তার চোখ দিয়েই উপন্যাসের সব অভিজ্ঞতা পাঠক দেখতে পায়।

0
Updated: 20 hours ago
Who is the main protagonist in Heart of Darkness?
Created: 1 month ago
A
The Manager
B
Kurtz
C
Marlow
D
The Russian

0
Updated: 1 month ago