বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
A
মারমা
B
চাকমা
C
ত্রিপুরা
D
সাঁওতাল
উত্তরের বিবরণ
চাকমা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামের মূল অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
চাকমারা নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে।
-
এ অঞ্চলে তারা অন্যান্য কিছু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিশ্রিত অবস্থায় বসবাস করে।
-
চাকমাদের প্রায় ৯০% রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
-
১৮৬০ সালে জুমচাষ নিষিদ্ধ হওয়ার পর তারা পার্বত্য চট্টগ্রামের পূর্বাঞ্চলে অবস্থান স্থাপন করে।

0
Updated: 15 hours ago
সংবিধানের ১০০নং অনুচ্ছেদ অনুসারে, রাজধানী ছাড়া অন্য কোথাও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে হলে কার অনুমতি প্রয়োজন?
Created: 14 hours ago
A
প্রধানমন্ত্রীর
B
আইনমন্ত্রীর
C
রাষ্ট্রপতির
D
স্পিকারের
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর।
-
সংবিধান অনুযায়ী: ষষ্ঠ ভাগে সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত।
-
অনুচ্ছেদ ৯৪(১): সুপ্রীম কোর্ট গঠিত হবে দুই বিভাগে – আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
-
উভয় বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে।
-
-
স্থায়ী আসন: রাজধানী ঢাকা (অনুচ্ছেদ ১০০)।
-
প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন পেলে অন্য স্থানেও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে পারেন।
-
-
উৎস: সংবিধান ও সংসদ কর্তৃক পাশকৃত সাধারণ আইন।
-
স্মরণ: ২০১৭ সাল থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত।

0
Updated: 14 hours ago
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
Created: 1 week ago
A
SEC
B
ΒΕΡΖΑ
C
IDRA
D
ΒΕΖΑ
BEPZA (Bangladesh Export Processing Zone Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)
-
ধরন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত সংস্থা
মূল দায়িত্ব ও কার্যক্রম:
-
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) ও শিল্পনগরীর তদারকি
-
দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ
-
বিপুল কর্মসংস্থান সৃষ্টি
-
রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন
-
প্রযুক্তি আহরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান
প্রতিষ্ঠা:
-
বেপজা আইন ১৯৮০ (আইন নং-৩৬) অনুযায়ী গঠিত
-
১৯৮৩ সালে চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠা
উদ্দেশ্য:
-
শিল্প খাতের দ্রুত বিকাশ
-
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন
-
সরকারের শিল্পনীতি ও রপ্তানি নীতির বাস্তবায়ন
উৎস: BEPZA ওয়েবসাইট

0
Updated: 1 week ago
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
Created: 1 week ago
A
ষাট গম্বুজ মসজিদ
B
বায়তুল মোকাররম মসজিদ
C
শাহ সুজা মসজিদ
D
তারা মসজিদ
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- 'বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি।
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

0
Updated: 1 week ago