কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বাস করে না?
A
কোচ
B
ডালু
C
চাক
D
নাগা
উত্তরের বিবরণ
নাগা, কোচ, ডালু এবং চাক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রথা ধরে রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
নাগা:
-
নাগা নৃগোষ্ঠী মূলত ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে।
-
-
কোচ:
-
কোচ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার অঞ্চলের একটি প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
বর্তমানে তারা ময়মনসিংহ জেলার শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলায় বসবাস করছে।
-
তাদের বিস্তৃতি মূলত আদিভূমি কোচবিহার থেকে এসেছে।
-
-
ডালু:
-
ডালু জাতি বাংলাদেশে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা মূলত ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে।
-
অনেকের ধারণা, তাদের আসল ভাষা হলো মণিপুরি।
-
-
চাক:
-
চাক বাংলাদেশের একটি উপজাতি, যারা বান্দরবান, চট্টগ্রামের চাক পাহাড় ও মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে।
-
তারা নিজেদের ভাষা চাক ভাষা বলে পরিচিত।
-
চাক ভাষায় ‘চক’ শব্দের অর্থ হলো ‘দাঁড়ানো’।
-

0
Updated: 15 hours ago
বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত ব্যাংক কোনটি?
Created: 1 week ago
A
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
B
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
C
সীমান্ত ব্যাংক
D
ট্রাস্ট ব্যাংক পিএলসি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC)
-
প্রতিষ্ঠা: ২০১৯ সালে
-
প্রতিষ্ঠাতা সংস্থা: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
-
ধরন: বাণিজ্যিক ব্যাংক
-
প্রধান কার্যালয়: ঢাকা
মূল উদ্দেশ্য
দেশের জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান।
প্রধান সেবা ক্ষেত্র
-
ডিজিটাল ব্যাংকিং
-
কর্পোরেট ব্যাংকিং
-
এসএমই ব্যাংকিং
-
রিটেইল ব্যাংকিং
প্রধান পণ্য ও সেবা
-
সঞ্চয়ী হিসাব
-
চলতি হিসাব
-
ঋণ সুবিধা
-
আন্তর্জাতিক লেনদেন
-
মোবাইল ব্যাংকিং
-
ইন্টারনেট ব্যাংকিং
অন্য ব্যাংকসমূহ
-
ট্রাস্ট ব্যাংক পিএলসি: বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫ অনুসারে সৃষ্ট সরকার নিয়ন্ত্রিত বিশেষায়িত ব্যাংক
-
সীমান্ত ব্যাংক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত

0
Updated: 1 week ago
'অন্ধকূপ হত্যা' (Black Hole Tragedy) নামক ঘটনাটি কোন নবাবের শাসনামলের সাথে জড়িত?
Created: 3 days ago
A
সিরাজ-উদ-দৌলা
B
আলীবর্দী খান
C
নবাব মুর্শিদকুলী খান
D
মীর কাসিম
অন্ধকূপ হত্যা হলো ১৭৫৬ সালের ২০ জুনের ঘটনাসংক্রান্ত এক কাহিনী, যা নবাব সিরাজ-উদ-দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় সংঘটিত হওয়ার কথা বলা হয়। এই ঘটনার মূল বিবরণ এসেছে ইংরেজ সেনাপতি জন জেফেনিয়াহ হলওয়েল-এর লেখা থেকে।
-
নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালের জুনে কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করেন।
-
দখলের সময় ১৪৬ জন ইংরেজ সৈন্যকে একটি ক্ষুদ্র বন্দিশালায় আবদ্ধ রাখা হয়, যা ছিল ১৮ ফুট দীর্ঘ ও ১৪ ফুট ৩ ইঞ্চি প্রস্থের।
-
গ্রীষ্মের অতি উত্তাপে এবং অসহনীয় পরিস্থিতিতে বন্দিরা রাতযাপন করতে বাধ্য হন।
-
কাহিনী অনুযায়ী, ১২৩ জন ইংরেজ মারা যান। জীবিতদের মধ্যে ছিলেন হলওয়েল।
-
হলওয়েল এই শোকাবহ ঘটনার বিস্তৃত বর্ণনা দেন এবং নবাবকে এ দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী করেন।
-
নবাবের আক্রমণের কারণে (১৬-২০ জুন, ১৭৫৬) ফোর্ট উইলিয়ামের ইংরেজরা পলায়ন করতে বাধ্য হয়। জন জেফেনিয়াহ হলওয়েলসহ ১৭০ জন ইংরেজ সময়মতো জাহাজে উঠতে ব্যর্থ হয়ে বন্দি হন।
-
উনিশ শতকের প্রথম দিকের অধিকাংশ ইংরেজ ইতিহাসবিদ এই কাহিনী বিশ্বাস করতেন এবং অন্ধকূপ হত্যাকে প্রাচ্যশাসকদের বর্বরতা ও নিষ্ঠুরতার নিদর্শন হিসেবে দেখতেন।
-
তবে পরবর্তীকালের ইতিহাসবিদরা হলওয়েলের কাহিনীর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং মনে করেন এই ঘটনা নবাবের অজ্ঞাতেই ঘটেছিল।
সূত্র:

0
Updated: 3 days ago
কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?
Created: 1 week ago
A
ঋণ নিয়ন্ত্রণ
B
সঞ্চয় স্থানান্তর
C
ঋণ প্রদান
D
আমানত গ্রহণ
কেন্দ্রীয় ব্যাংক:
- প্রতিটি দেশে বাধ্যতামূলকভাবে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রা বাজার এবং ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে এসকল কার্যাদি সম্পন্ন করে থাকে। এটিকে সরকারের ব্যাংক বলে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য ছাড়া অর্থ ও মূদ্রা বাজারের স্থিতিশীলতা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অপরিসীম। সৃষ্টির পর থেকেই মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে।
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
⇒ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি:
- মুদ্রা প্রচলন।
- মুদ্রার মুল্যমান সংরক্ষণ।
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ।
- ঋণ নিয়ন্ত্রণ।
- রিজার্ভ সংরক্ষণ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ।
- বৈদেশিক মূদ্র্য ও বিনিময় নিয়ন্ত্রণ।
- সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি।
- সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
উৎস: ফিন্যান্স ও ব্যাংকিং, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago