What is symbolized by the Congo River in the novel Heart of Darkness?
A
A journey into the unconscious
B
A path to political power
C
A bridge to European wealth
D
A site of religious harmony
উত্তরের বিবরণ
কঙ্গো নদী Marlow–এর ভ্রমণপথ হলেও প্রতীকীভাবে এটি মানুষের অচেতন মনের যাত্রা। নদীর বাঁকগুলো অজানা ভয়ের প্রতীক। Marlow যখন ভেতরের দিকে যায়, তখন সে সভ্যতার মুখোশ ছাড়িয়ে আসল অন্ধকার দেখতে পায়। Conrad নদীকে ব্যবহার করেছেন আত্ম-অনুসন্ধানের প্রতীক হিসেবে।
0
Updated: 1 month ago
What is the fate of Marlow’s helmsman in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
He is killed by a spear
B
He deserts the boat
C
He joins Kurtz
D
He becomes the Manager’s ally
Marlow–এর স্টিমবোটে থাকা হেলসম্যান স্থানীয়দের আক্রমণে বর্শার আঘাতে মারা যায়। Marlow প্রথমে তার মৃত্যুতে অবাক হলেও পরে তা মেনে নেয়। এই মৃত্যু ঔপনিবেশিকতার নির্মম বাস্তবতা বোঝায়।
0
Updated: 1 month ago
What is Kurtz’s famous last cry in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
“The horror! The horror!”
B
“Save me! Save me!”
C
“The light! The light!”
D
“Darkness forever!”
Kurtz মৃত্যুর আগে বলে ওঠে — “The horror! The horror!”। এই উক্তি দ্ব্যর্থবোধক। একদিকে সে নিজের জীবনের ব্যর্থতা, লোভ ও নৈতিক পতনের ভয়াবহতা বোঝাচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিকতার অমানবিক শোষণ প্রকাশ করছে। এটি সাহিত্যের অন্যতম বিখ্যাত সমাপ্তি উক্তি।
0
Updated: 1 month ago
In Joseph Conrad’s Heart of Darkness, how are the African natives depicted?
Created: 4 weeks ago
A
As noble savages
B
As passive victims of colonialism
C
As aggressive conquerors
D
As Europeanized citizens
Heart of Darkness এ আফ্রিকার মানুষদের Conrad দেখিয়েছেন colonial exploitation-এর শিকার এবং সামাজিকভাবে নিগৃহীত। তারা কোন সক্রিয় দমনমূলক বা শোষক নয়, বরং আধুনিক উপনিবেশিক লুটপাট এবং নির্যাতনের শিকার। এটি উপন্যাসের মূল সামাজিক ও নৈতিক প্রতীক হিসেবে কাজ করে।
0
Updated: 4 weeks ago