আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন জেলায় মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
Created: 1 month ago
A
কক্সবাজার
B
সিলেট
C
রাঙ্গামাটি
D
বান্দরবান
মণিপুরী নাচ বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি বিখ্যাত নৃত্যশিল্প। বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছেন।
-
মণিপুরীরা সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতক অঞ্চলে প্রধানত বসবাস করেন।
-
মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী, যেখানে নৃত্য ও সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
-
মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হলো মণিপুরী নৃত্য, যা মণিপুরী ভাষায় জাগই (Jagoi) নামে পরিচিত।
-
এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গের চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্তাকার চলন তৈরি করা হয়।
-
মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হলো রাস (Rasa) নৃত্য, যা ভারতীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
0
Updated: 1 month ago
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
Created: 1 month ago
A
লেবানন
B
জর্ডান
C
ইরান
D
কাতার
আরব লীগ হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন, যা সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সমন্বয় ও বন্ধন শক্তিশালী করার উদ্দেশ্যে গঠিত।
-
প্রতিষ্ঠা: আলেকজান্দ্রিয়া প্রটোকল স্বাক্ষরিত ৭ অক্টোবর ১৯৪৪; আনুষ্ঠানিকভাবে গঠন ২২ মার্চ ১৯৪৫।
-
সদর দপ্তর: কায়রো, মিশর।
-
সদস্য সংখ্যা: ২২টি রাষ্ট্র।
-
সদস্য দেশসমূহ:
-
আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।
-
-
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
-
অফিসিয়াল ভাষা: আরবি।
0
Updated: 1 month ago
মানব হৃদপিন্ড সম্পূর্ণভাবে কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
হৃদপিন্ড রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ এবং এটি রক্ত পাম্পের মতো কাজ করে, ফলে রক্ত সারা দেহে প্রবাহিত হয়।
-
হৃদপিন্ড বক্ষগহ্বরে, দুই ফুসফুসের মাঝখানে, সামান্য বাম দিকে অবস্থিত।
-
মানব হৃদপিন্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত: উপরের দুটি হলো বাম ও ডান অলিন্দ, নিচের দুটি হলো বাম ও ডান নিলয়।
-
নিলয় অলিন্দের তুলনায় বড়, প্রাচীর পুরু এবং পেশিবহুল।
-
প্রকোষ্ঠগুলো আলাদা হলেও হৃদপিন্ড একক হিসাবে কাজ করে এবং এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত।
-
হৃদপিন্ড অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।
কৈশিক জালিকা হল ধমনি ও শিরার সংযোগস্থলে থাকা সূক্ষ্ম রক্তনালি জালিকা, যা এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত।
-
কৈশিক জালিকার মাধ্যমে রক্ত এবং কোষের মধ্যে পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, এবং বর্জ্য পদার্থ এর আদান-প্রদান ঘটে।
0
Updated: 1 month ago