A
wound : heal
B
victim : attend
C
antidote : counteract
D
diagnosis : cure
উত্তরের বিবরণ
Vaccine: মানুষকে রোগ থেকে রক্ষা করতে রক্তপ্রবাহের মধ্যে অন্তঃক্ষিপ্ত পদার্থ, যাতে সামান্য রোগলক্ষণ প্রকাশ পেলেও বিপদের কোনো আশঙ্কা থাকে না; টিকা।
- Prevent: নিবৃত্ত করা
অপশন অনুযায়ী শব্দগুলোর অর্থ:
ক)
Wound - ক্ষত, আঘাত।
Heal - আরোগ্য করা, সুস্থ করা।
খ)
Victim - শিকার, ভুক্তভোগী।
Attend - উপস্থিত হওয়া, যত্ন নেওয়া।
গ)
Antidote - প্রতিষেধক, বিষনাশক।
Counteract - প্রতিহত করা, প্রভাব নষ্ট করা।
ঘ)
Diagnosis - রোগ নির্ণয়।
Cure - নিরাময়, রোগমুক্তি।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - গ) antidote : counteract
ব্যাখ্যা:
- Vaccine রোগ প্রতিরোধে (prevent) ব্যবহৃত হয়। তেমনি, antidote বিষ বা ক্ষতিকর প্রভাব প্রতিহত করতে (counteract) ব্যবহৃত হয়।
- অন্য কোনো বিকল্প এই সম্পর্কটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago