বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৮টি
উত্তরের বিবরণ
সুশাসন বা Good Governance সংক্রান্ত ধারণা প্রথমবার বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রদান করে।
বিশ্বব্যাংকের মতে সুশাসনের ৬টি প্রধান উপাদান:
-
বাক স্বাধীনতা ও জবাবদিহিতা
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতা অনুপস্থিতি
-
সরকারের কার্যকারিতা
-
নিয়ন্ত্রণ গুণ
-
আইনের শাসন
-
দুর্নীতি দমন
অন্য সংস্থাগুলোর মতে সুশাসনের উপাদান:
-
ইউএনডিপি: ৯টি উপাদান
-
জাতিসংঘ: ৮টি উপাদান
-
আইডিএ: ৪টি উপাদান
-
এডিবি: ৪টি উপাদান
-
ইউএনএইচসিআর: ৫টি উপাদান
উৎস:
0
Updated: 1 month ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, অনুমিত মুদ্রাস্ফীতির হার কত?
Created: 1 month ago
A
৫.০%
B
৫.২%
C
৬.৫%
D
৬.৯%
জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
0
Updated: 1 month ago
NATO- এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
রাশিদ অলিমিভ
B
মার্ক রুট
C
জাৰ্গেন স্টর্ক
D
ফিলিপ্পো গ্রান্ডি
The North Atlantic Treaty Organization (NATO)
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে, একটি সামরিক জোট হিসেবে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৩২টি।
-
সদরদপ্তর:
-
শুরুতে: লন্ডন
-
১৯৫২ সালে স্থানান্তরিত: প্যারিস
-
১৯৬৭ সালে স্থানান্তরিত: ব্রাসেলস
-
-
মহাসচিব: ১ অক্টোবর ২০২৪ থেকে মার্ক রুট দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি জোটের ১৪তম মহাসচিব।
-
সর্বশেষ সদস্য: সুইডেন (২০২৪)
উৎস: নাটো ওয়েবসাইট
0
Updated: 1 month ago
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific) was established under the initiative of which UN organization
Created: 3 weeks ago
A
UNDP
B
FAO
C
UNESCO
D
UNEP
CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক ও আন্তঃসরকারি সংস্থা, যা গ্রামীণ দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করে। এর গঠন, উদ্দেশ্য ও সদস্য দেশগুলো সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলো—
-
পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific।
-
প্রকৃতি: এটি একটি আঞ্চলিক, আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে গ্রামীণ উন্নয়নের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করে।
-
প্রতিষ্ঠাতা সংস্থা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর উদ্যোগে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাকাল: ৬ জুলাই, ১৯৭৯।
-
সদর দপ্তর: বাংলাদেশের রাজধানী ঢাকা।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৫টি দেশ।
-
সদস্য দেশসমূহ: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
-
সংস্থাটি এশিয়া-প্রশান্ত অঞ্চলে গ্রামীণ উন্নয়ন নীতি ও প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও সমন্বয় সাধনের কাজ করে থাকে।
0
Updated: 3 weeks ago