‘সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
A
পারস্য উপসাগরে
B
বঙ্গোপসাগরে
C
আরব সাগরে
D
ভূমধ্যসাগরে
উত্তরের বিবরণ
সোয়াচ অব নো গ্রাউন্ড হলো খাদ আকৃতির একটি সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
এটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত।
-
প্রস্থ প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল, এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
-
মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
-
বঙ্গীয় ডিপ সি ফ্যান গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলে।
-
বেঙ্গল ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা।
-
এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চল প্রায় ১৩৫০ মিটার।
-
সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা হিসেবে পরিচিত।
উৎস:
0
Updated: 1 month ago
According to the Global Terrorism Index 2025, which country is most at risk from terrorism?
Created: 1 month ago
A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria
0
Updated: 1 month ago
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
Created: 1 month ago
A
হরিকেল
B
গৌড়
C
পুণ্ড্র
D
সমতট
প্রাচীন যুগে বাংলা কোনো একক বা অখণ্ড রাষ্ট্র ছিল না; তখন সমগ্র অঞ্চলটি বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত ছিল, যেগুলোকে জনপদ বলা হতো।
-
প্রাচীন বাংলার প্রধান জনপদগুলো হলো: বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড় প্রভৃতি।
-
এগুলোর মধ্যে পুন্ডুই ছিল প্রাচীন সভ্যতার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
-
বাংলাদেশে প্রাপ্ত জনপদগুলোর মধ্যে পুণ্ড্র প্রাচীনতম।
-
এই জনপদটি গঠিত হয়েছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চলে, এবং এর রাজধানী ছিল পুন্ড্রনগর।
উল্লেখযোগ্য তথ্য:
-
হরিকেল জনপদ বিস্তৃত ছিল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে।
-
সমতট জনপদ অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ও নোয়াখালী অংশ।
-
গৌড় বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থান।
উৎস:
0
Updated: 1 month ago
টেকনাফ ও তেঁতুলিয়া স্থান ২টি কোন কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
বান্দরবান ও নীলফামারি
B
কক্সবাজার ও দিনাজপুর
C
কক্সবাজার ও পঞ্চগড়
D
ফেনী ও টাঙ্গাঁইল
টেকনাফ ও তেতুঁলিয়া উপজেলা বাংলাদেশের ভৌগোলিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ অঞ্চল।
-
টেকনাফ উপজেলা:
-
অবস্থিত কক্সবাজার জেলায়।
-
-
তেতুঁলিয়া উপজেলা:
-
অবস্থিত পঞ্চগড় জেলায়।
-
১৮৬০ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত রংপুর জেলার একটি মহুকুমা হিসেবে প্রশাসনিক মর্যাদা পায়।
-
শিল্প, বাণিজ্য ও নদীবন্দর হিসেবে সুপরিচিত।
-
১৯৪৭ সালের ১৮ আগস্ট, স্যার রেডক্লিপ ভারতের জলপাইগুড়ি জেলার অন্যান্য থানার সঙ্গে তেতুলিয়াকে পূর্ব পাকিস্তানের দিনাজপুরের সাথে যুক্ত করেন।
-
বাংলাদেশের সর্বোত্তর উপজেলা।
-
উপজেলা তিন দিকে ভারত সীমান্ত দ্বারা ঘেরা, শুধুমাত্র দক্ষিণ দিকে পঞ্চগড় সদর উপজেলা।
-
0
Updated: 1 month ago