কিসের মাধ্যমে মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে?
A
মানবিকতার মাধ্যমে
B
সহমর্মিতার মাধ্যমে
C
শৃঙ্খলাবোধের মাধ্যমে
D
আচার-আচরণ মাধ্যমে
উত্তরের বিবরণ
একজন ব্যক্তির মূল্যবোধ তার আচার-আচরণের মধ্য দিয়েই প্রকাশ পায়, যা সমাজে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও পরিবেশের মাধ্যমে গড়ে ওঠে।
-
মূল্যবোধ হলো একটি অর্জিত বিষয়, যা সমাজে দীর্ঘ সময় বসবাসের মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে বিকশিত হয়।
-
একজন ব্যক্তির মূল্যবোধের প্রকৃতি নির্ভর করে সমাজের পারিপার্শ্বিক অবস্থা ও বিভিন্ন উপাদানের উপর।
-
এই পারিপার্শ্বিক উপাদানগুলোই মূল্যবোধের ভিত্তি বা উপাদান গঠন করে।
-
ব্যক্তির আচার-আচরণই তার মূল্যবোধের বহিঃপ্রকাশ।
-
সৌজন্যবোধ মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
ব্যক্তির আচার-ব্যবহার, সৌজন্য ও শালীনতা মূল্যবোধ থেকে সৃষ্ট।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন অঞ্চলে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি রয়েছে?
Created: 1 month ago
A
সুনামগঞ্জ
B
সিলেট
C
মৌলভীবাজার
D
উপরের সবগুলো
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র দেশ সাম্প্রতিককালের পলি দ্বারা গঠিত এক বিস্তীর্ণ সমভূমি।
- এই প্লাবন সমভূমির বয়স ১২,০০০ বছরের কম।
- পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি প্রধান নদীসহ অসংখ্য উপনদী এবং শাখানদী জালের ন্যায় সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে।
- বন্যার সঙ্গে বাহিত পলিমাটি সঞ্চিত হয়ে দেশের বিস্তীর্ণ এলাকায় এই প্লাবন সমভূমি সৃষ্টি হয়েছে।
- এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
- এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি। স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওড় বলে।
- রাজশাহী অঞ্চলের চলনবিল, ঢাকার আড়িয়াল বিল, গোপালগঞ্জের বিল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং শেরপুর জেলার হাওড় ও বিল উল্লেখযোগ্য।
- মেঘনা নদীর মোহনায় হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর এবং ভোলা জেলায় বেশ কিছু দ্বীপ অবস্থিত। এছাড়া দক্ষিণ উপকূলে আরও কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে।
0
Updated: 1 month ago
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 3 weeks ago
A
৩২টি
B
৩৫টি
C
৩৮টি
D
৩০টি
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):- গঠন - ১৯৯৪ সালে।- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।- সদস্য সংখ্যা -৩২টি। - ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ। 

0
Updated: 3 weeks ago
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অর্ন্তগত?
Created: 3 weeks ago
A
ভূমধ্যসাগরীয়
B
মৌসুমী
C
নিরক্ষীয়
D
মহাদেশীয়
সাধারণ জ্ঞান
IPCC- Intergovernmental Panel on Climate Change(জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা)
সাধারণ জ্ঞান
মৌসুমী জলবায়ু অঞ্চল এমন এক ধরনের জলবায়ু অঞ্চল, যা মৌসুমী বায়ুর দিক পরিবর্তনের ফলে সৃষ্টি ও নিয়ন্ত্রিত হয়। এই অঞ্চলে জলবায়ুর ধরন মূলত মৌসুমী বায়ুপ্রবাহের গতি ও প্রবাহের ওপর নির্ভরশীল, ফলে গ্রীষ্ম ও শীত মৌসুমে আবহাওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়।
• মৌসুমী বায়ু দ্বারা সৃষ্ট ও নিয়ন্ত্রিত জলবায়ুকে বলা হয় মৌসুমী জলবায়ু।
• বিশ্বের যেসব অঞ্চলের ওপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, সেগুলোই মৌসুমী জলবায়ু অঞ্চল নামে পরিচিত।
• এই জলবায়ুর ধরন নির্ভর করে মৌসুমী বায়ুপ্রবাহের দিক ও তীব্রতার পরিবর্তনের ওপর।
• অঞ্চল ও দেশসমূহ:
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এ জলবায়ু বিরাজ করে। এর মধ্যে রয়েছে—ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার (বার্মা), থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্পুচিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান এবং ফিলিপাইনের কিছু অঞ্চল।
0
Updated: 3 weeks ago