নিচের কোনটি আইসোবারের সঠিক বৈশিষ্ট্য?
A
প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন
B
ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন
C
নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন
D
প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমান
উত্তরের বিবরণ
আইসোবার, আইসোটোপ ও আইসোটোন হলো পরমাণুর ভর সংখ্যা, প্রোটন ও নিউট্রনের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণিবিন্যাস। নিচে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
-
আইসোবার (Isobar): যেসব পরমাণুর ভর সংখ্যা সমান থাকে কিন্তু তাদের প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান হয় না, সেগুলোকে আইসোবার বলা হয়।
-
আইসোটোপ (Isotope): একই মৌলের এমন সব পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে ভর সংখ্যার পার্থক্য ঘটে। অর্থাৎ একই মৌল হলেও তাদের একাধিক ভর সংখ্যাবিশিষ্ট পরমাণু থাকতে পারে।
-
আইসোটোন (Isotone): যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে, তাদের পরস্পরকে আইসোটোন বলা হয়।
উৎস:

0
Updated: 18 hours ago