What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
উত্তরের বিবরণ
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।
0
Updated: 1 month ago
What do the knitting women at the Company office symbolize in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Fate and death
B
Love and care
C
Wealth and success
D
Peace and comfort
Company অফিসে Marlow দুই নারীকে দেখে, যারা কালো উলের বুনন করছে। এরা ভাগ্য দেবীর প্রতীক, যারা জীবনের সুতো কেটে দেয়। তারা যেন ঔপনিবেশিক অভিযাত্রীদের মৃত্যু ও অন্ধকারে ঠেলে দেওয়ার প্রতীক। Conrad প্রতীকীভাবে দেখিয়েছেন যাত্রার অমোঘ পরিণতি।
0
Updated: 1 month ago
What do Kurtz's final words "The horror! The horror!" signify?
Created: 3 weeks ago
A
His triumph over the jungle
B
His fear of death
C
His hatred of colonial officials
D
His recognition of his own moral corruption
Heart of Darkness উপন্যাসে চরিত্র কার্ট্জ (Kurtz) একজন ইউরোপীয় ব্যবসায়ী, যিনি আফ্রিকার গভীর অরণ্যে গিয়ে সম্পদ ও ক্ষমতার নেশায় নৈতিক অবক্ষয়ে পতিত হন।
তাঁর মৃত্যুর আগে উচ্চারিত শেষ কথা — “The horror! The horror!” — তাঁর নিজের ভেতরের পাপ, নিষ্ঠুরতা ও নৈতিক পতনের উপলব্ধিকে নির্দেশ করে।
অর্থাৎ, এটি কোনো কবিতা নয়, বরং একটি ইংরেজি উপন্যাস থেকে নেওয়া উক্তি, এবং এর লেখক হলেন জোসেফ কনরাড।
0
Updated: 3 weeks ago
Who is the main character in Heart of Darkness?
Created: 3 months ago
A
Marlow
B
Kurtz
C
The Manager
D
The Russian
0
Updated: 3 months ago