What is the role of cannibals on Marlow’s steamer in the novel Heart of Darkness?
A
Hired workers who show restraint
B
Rebels who attack Europeans
C
Spies of the Company
D
Friends of Kurtz
উত্তরের বিবরণ
Cannibals স্টিমবোটে শ্রমিক হিসেবে কাজ করে। যদিও তারা ক্ষুধার্ত, তারা কখনো বিদ্রোহ করে না। Marlow বিস্মিত হয় তাদের সংযম দেখে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা বর্বর বলে, তারাই আসলে বেশি সংযমী।
0
Updated: 1 month ago
What is Kurtz’s famous last cry in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
“The horror! The horror!”
B
“Save me! Save me!”
C
“The light! The light!”
D
“Darkness forever!”
Kurtz মৃত্যুর আগে বলে ওঠে — “The horror! The horror!”। এই উক্তি দ্ব্যর্থবোধক। একদিকে সে নিজের জীবনের ব্যর্থতা, লোভ ও নৈতিক পতনের ভয়াবহতা বোঝাচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিকতার অমানবিক শোষণ প্রকাশ করছে। এটি সাহিত্যের অন্যতম বিখ্যাত সমাপ্তি উক্তি।
0
Updated: 1 month ago
"In Joseph Conrad’s novel Heart of Darkness, what does the character Kurtz symbolise?"
Created: 4 weeks ago
A
European idealism
B
A model colonial administrator
C
Absolute power and moral corruption
D
Innocence of the human soul
Kurtz Heart of Darkness এ ক্ষমতার পূর্ণতা এবং নৈতিক বিপর্যয়ের প্রতীক। তিনি একটি মহান প্রতিভা ও চিন্তাশীল ব্যক্তি হলেও, কংগোর দাসপ্রথা এবং তার অদম্য ক্ষমতা তাকে নৈতিকভাবে হিংস্র ও বিকৃত করে তোলে।
Conrad-এর মাধ্যমে Kurtz-এর চরিত্র দেখায় যে, যখন কোনো ব্যক্তি সমাজের নিয়ম ও নৈতিক বাধা ছাড়িয়ে যায়, তখন ক্ষমতা তাকে দমনমূলক এবং বিপর্যয়কর হয়ে তোলে। তার অবশেষ এবং মৃত্যু সভ্যতার সীমাবদ্ধতা এবং মানুষের অন্ধকার দিককে প্রতিফলিত করে।
0
Updated: 4 weeks ago
Who is the main character in Heart of Darkness?
Created: 3 months ago
A
Marlow
B
Kurtz
C
The Manager
D
The Russian
0
Updated: 3 months ago