Where does Marlow first hear of Kurtz in the novel Heart of Darkness?
A
At the Company station
B
At his aunt’s house
C
On the Thames
D
At Brussels headquarters
উত্তরের বিবরণ
Company–তে পৌঁছে Marlow প্রথমবার Kurtz–এর নাম শোনে। সবাই তাকে এক অসাধারণ বণিক বলে উল্লেখ করে। ধীরে ধীরে Kurtz–এর নাম কিংবদন্তি হয়ে ওঠে। Conrad এই রহস্য ব্যবহার করেছেন উত্তেজনা বাড়াতে।
1
Updated: 1 month ago
Why is the title Heart of Darkness significant?
Created: 4 weeks ago
A
It refers only to the African jungle
B
It symbolises both geographical and moral darkness
C
It refers to the unexplored rivers
D
It is a metaphor for European cities
Heart of Darkness এর শিরোনাম আফ্রিকার গভীর অরণ্য এবং মানব প্রকৃতির নৈতিক অন্ধকারের প্রতীক। Conrad দেখিয়েছেন যে, আফ্রিকার নদী এবং জঙ্গল শুধু ভৌগোলিক নয়, বরং মানুষের নৈতিক, আধ্যাত্মিক এবং সামাজিক সীমাবদ্ধতার প্রতীক।
মার্লোর যাত্রা শুধু একটি ভৌগোলিক ভ্রমণ নয়, এটি মানুষের মন এবং নৈতিকতার অন্ধকারে প্রবেশের প্রতীক।
0
Updated: 4 weeks ago
Who wrote the novella 'Heart of Darkness'?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
Doris Lessing
C
John Osborne
D
Thomas Hardy
Heart of Darkness একটি novella যা Joseph Conrad রচনা করেন এবং প্রথম প্রকাশিত হয় ১৮৯৯ সালে। এই কাহিনীটি পশ্চিমা ঔপনিবেশিকতার বিভীষিকাগুলোকে বিশ্লেষণ করে, দেখায় যে শোষণ কেবল ভূখণ্ড ও জনগণকে কলুষিত করে না,
বরং যারা এই শোষণ চালায় তাদেরকেও নৈতিকভাবে প্রভাবিত করে। গল্পটি শুরু হয় Thames নদীতে ভাসমান একটি নৌকায় কিছু যাত্রীদের সঙ্গে।
-
লেখক: Joseph Conrad
-
প্রকাশকাল: ১৮৯৯
-
মূল থিম: Western colonialism এর ভয়াবহতা এবং নৈতিক কলুষণ
-
শুরু: Thames নদীতে নৌকায় কিছু যাত্রী
Joseph Conrad (জন্ম: ডিসেম্বর ৩, ১৮৫৭ – মৃত্যু: আগস্ট ৩, ১৯২৪) কে Jozef Teodor Konrad Korzeniowski নামেও জানা যায়। তিনি একজন English novelist ও short-story writer।
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Heart of Darkness
-
Lord Jim
-
Nostromo
-
The Secret Agent
-
Typhoon
-
Under Western Eyes
-
Victory
-
Youth
-
0
Updated: 1 month ago
What Company employs Marlow for his journey in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
A Belgian trading company
B
A British shipping company
C
A French colonial firm
D
A Dutch merchant company
Marlow একটি বেলজিয়ান ট্রেডিং কোম্পানিতে চাকরি পায়। আফ্রিকায় ব্যবসার নামে কোম্পানিটি ভয়াবহ শোষণ চালাচ্ছিল। Conrad দেখিয়েছেন, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো ব্যবসার আড়ালে কীভাবে আফ্রিকার মানুষ ও সম্পদ লুট করেছিল।
0
Updated: 1 month ago