A
Penury: Wealth
B
Verbosity : Words
C
Defy : Observe
D
Chaos : Disorder
উত্তরের বিবরণ
Anarchy - নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।
- Law (বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।).
- এরা পরস্পর বিপরীত শব্দ।
একইভাবে,
"Penury" মানে দারিদ্র্য, অর্থাৎ সম্পদের অভাব, এবং "Wealth" মানে সম্পদ।
- এরা পরস্পর বিপরীত শব্দ।
• সুতরাং,
- Law থাকলে Anarchy হয় না বা law Anarchy দূর করে।
- Wealth (সম্পদ) , Penury (দারিদ্র) দূর করে।
অন্যদিকে,
• Verbosity - বাগাড়ম্বর,
Words - শব্দ।
• Defy - তুচ্ছ করা,
Observe - পালন করা,
• Chaos - বিশৃঙ্খলা,
Disorder - গড়বড়।
Source: Bangla Academy Accessible Dictionary.

0
Updated: 4 weeks ago