Who is called “a papier-mâché Mephistopheles” in the novel Heart of Darkness?
A
The Brickmaker
B
Kurtz
C
The Manager
D
The Russian trader
উত্তরের বিবরণ
Marlow Brickmaker–কে বলেন “a papier-mâché Mephistopheles।” এর মানে হলো, সে ভেতরে ফাঁপা, কেবল ভণ্ডামি। বাইরে থেকে ভয়ঙ্কর মনে হলেও ভেতরে কিছুই নেই। এটি কোম্পানির অনেক ইউরোপীয় কর্মকর্তার প্রতীক, যারা আসলে শূন্য।

0
Updated: 20 hours ago
What do the heads on stakes near Kurtz’s station symbolize in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Brutality and moral decay
B
Justice and punishment
C
Ritual and religion
D
Protection and defense
Kurtz–এর স্টেশনের সামনে স্থানীয়দের কাটা মাথা খুঁটিতে ঝোলানো। এটি তার নিষ্ঠুরতা ও নৈতিক পতনের প্রতীক। Kurtz একসময় আদর্শবাদী হলেও শেষে পুরোপুরি বর্বর হয়ে ওঠে। Conrad এই চিত্র দিয়ে ঔপনিবেশিক শাসনের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন।

0
Updated: 17 hours ago
Who is Fresleven in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 17 hours ago
What is the fate of Marlow’s helmsman in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
He is killed by a spear
B
He deserts the boat
C
He joins Kurtz
D
He becomes the Manager’s ally
Marlow–এর স্টিমবোটে থাকা হেলসম্যান স্থানীয়দের আক্রমণে বর্শার আঘাতে মারা যায়। Marlow প্রথমে তার মৃত্যুতে অবাক হলেও পরে তা মেনে নেয়। এই মৃত্যু ঔপনিবেশিকতার নির্মম বাস্তবতা বোঝায়।

0
Updated: 17 hours ago