What is symbolized by the Congo River in the novel Heart of Darkness?
A
A journey into the unconscious
B
A path to political power
C
A bridge to European wealth
D
A site of religious harmony
উত্তরের বিবরণ
কঙ্গো নদী Marlow–এর ভ্রমণপথ হলেও প্রতীকীভাবে এটি মানুষের অচেতন মনের যাত্রা। নদীর বাঁকগুলো অজানা ভয়ের প্রতীক। Marlow যখন ভেতরের দিকে যায়, তখন সে সভ্যতার মুখোশ ছাড়িয়ে আসল অন্ধকার দেখতে পায়। Conrad নদীকে ব্যবহার করেছেন আত্ম-অনুসন্ধানের প্রতীক হিসেবে।

0
Updated: 20 hours ago
Who is referred to as Kurtz’s “Intended” in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
His fiancée in Europe
B
His African mistress
C
The Company’s secretary
D
The Manager’s daughter
Kurtz–এর ইউরোপে একজন বাগদত্তা ছিল, যাকে সে “Intended” বলে উল্লেখ করত। সে অন্ধভাবে Kurtz–কে পূজা করত। কিন্তু Kurtz–এর আসল সত্য সে জানত না। Conrad এখানে দেখিয়েছেন ইউরোপের মায়াময় দুনিয়া আর আফ্রিকার অন্ধকার বাস্তবতার ফারাক।

0
Updated: 17 hours ago
Who is Fresleven in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 17 hours ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।

0
Updated: 20 hours ago