সুশাসন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
A
বারাক ওবামা
B
জিম ইয়ং কিম
C
D
বারবার কোনাবল
উত্তরের বিবরণ
সুশাসন (Good Governance)
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম সুশাসন (Good Governance) শব্দটি ব্যবহার করেন।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথমবারের মতো সুশাসন প্রত্যয় ব্যবহার করে।
-
ল্যান্ডেল মিল (Landell Mill) বলেন, “সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জনপ্রশাসন ও আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়।”
-
মিশেল ক্যামডেসাস এর মতে: “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।”
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত কোনটি?
Created: 1 month ago
A
নৈতিকতা
B
মূল্যবোধ
C
সুশাসন
D
কোনটিই নয়
সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন, যা ন্যায়নীতি অনুসারে উত্তম, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রাষ্ট্র শাসন বোঝায়। অন্যভাবে, সুশাসন বলতে রাষ্ট্র ও সুশীল সমাজের, সরকার ও শাসিত জনগণের, শাসক ও শাসিতের সম্পর্ক বোঝায়। এটি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়সংগত ব্যবস্থা, যা আইনের শাসন নিশ্চিত করে এবং সরকারের উচ্চতর দক্ষতা হিসেবে বিবেচিত হয়।
-
সুশাসনের উদ্ভব ও ইতিহাস:
-
ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতার ফলে ১৯৮৯ সালে বিশ্বব্যাংক সুশাসনের ধারণা উদ্ভব করে।
-
এটি পরিচিত হয় বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে।
-
১৯৮০-এর দশকের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাংক সুশাসনকে উন্নয়নের এজেন্ডা হিসেবে গ্রহণ করে।
-
সুশাসন সরকার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা উভয়ের জন্য লাভজনক হওয়ায় এটিকে ‘Win Win Game’ বলা হয়।
-
0
Updated: 1 month ago
জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
Created: 1 month ago
A
২০১১ সালে
B
২০১২ সালে
C
২০১০ সালে
D
২০১৮ সালে
জাতীয় শুদ্ধাচার কৌশল (২০১২)
-
দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।
-
এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা বর্ণনা করা হয়েছে।
-
এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝানো হয়েছে।
উল্লেখযোগ্য দিক
-
জাতীয় শুদ্ধাচার কৌশল হলো দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিতকরণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল।
0
Updated: 1 month ago
Shadow Pandemic কীসের সাথে জড়িত?
Created: 1 month ago
A
জলবায়ু পরিবর্তন
B
অর্থনৈতিক মন্দা
C
রাজনৈতিক অস্থিরতা
D
নারীর প্রতি সহিংসতা
Shadow Pandemic হলো নারীর প্রতি সহিংসতার সঙ্গে সম্পর্কিত একটি বৈশ্বিক সংকট। এটি মূলত COVID-19 মহামারির সময় নারীদের বিরুদ্ধে সহিংসতার আশঙ্কাজনক বৃদ্ধিকে বোঝায়। মহামারির কারণে নারীরা অনেকটাই ঘরবন্দি হয়ে পড়ায় তাদের নির্যাতনের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষ করে ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা যৌন ও শারীরিক নির্যাতনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
-
UN Women এই সংকটকে "Shadow Pandemic" নামে অভিহিত করেছেন।
-
মহামারির প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তাহীনতা ও সহিংসতার ঝুঁকি বেড়ে গেছে।
-
এটি শুধু একাধিক দেশে নয়, বরং বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতার একটি বড় মাত্রা হিসাবে বিবেচিত হচ্ছে।
0
Updated: 1 month ago