A
related : halt
B
block : obstruct
C
drag : procrastinate
D
detain : dispatch
উত্তরের বিবরণ
The Bengali meaning of question words
- Delay: বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা
- Expedite: (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা।
The Bengali meaning of option words:
ক)
- Related: সম্পর্কিত; সম্পর্কযুক্ত
- Halt: সাময়িক নিবৃত্তি; বিরতি ।
খ)
- Block: বাধা বা প্রতিবন্ধক ।
- Obstuct: বাধা দেওয়া; পথরোধ করা ।
গ)
- Drag: যা টেনে বা হিঁচড়ে নেওয়া হয়।
- Procrastine: কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা/গড়িমসি করা।
ঘ)
- Detain: আটকে/ঠেকিয়ে রাখা; বিলম্ব করানো; নিবারিত/নিরুদ্ধ করা ।
- Dispatch: দ্রুত প্রেরণ ।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - ঘ) detain : dispatch
- কোন কিছু Delay করলেই তা Expedite করা যায় না,
- তেমনি কোন কিছু Detain করলে তা Dispatch করা যায় না। (কাজের ফলস্বরূপ)
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago