'On Liberty' গ্রন্থের লেখক কে?
A
টমাস হবস
B
জন স্টুয়ার্ট মিল
C
জেরেমি বেন্থাম
D
জাঁ জ্যাক রুশো
উত্তরের বিবরণ
On Liberty হলো ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল রচিত একটি গ্রন্থ, যা ব্যক্তিস্বাধীনতা এবং সমাজের উপর ব্যক্তির অধিকার নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করে।
জন স্টুয়ার্ট মিলের অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
A System of Logic
-
Utilitarianism
-
Three Essays on Religion: Nature, the Utility of and Theism
-
The Subjection of Women
-
The Spirit of the Age প্রভৃতি
অন্য উল্লেখযোগ্য দার্শনিক ও তাদের গ্রন্থ:
-
টমাস হবস: Leviathan
-
জাঁ জ্যাক রুশো: A Discourse on the Origins of Inequality (1755), The Social Contract
উৎস:

0
Updated: 20 hours ago
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 1 week ago
A
মিজোরামের লুসাই পাহাড়
B
কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ
C
সিকিমের পার্বত্য অঞ্চল
D
খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
Which AI type is designed for a specific task like voice assistants?
Created: 1 week ago
A
Narrow AI
B
General AI
C
Super AI
D
Autonomous AI
Narrow AI হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা নির্দিষ্ট একটি কাজ বা সীমিত পরিসরের সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এটি মানুষের মতো বহুমুখী চিন্তাশক্তি ধারণ করতে পারে না, তবে নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতার প্রমাণ দেয়।
-
এটি মানুষের দেওয়া নির্দেশনা এবং পূর্বনির্ধারিত অ্যালগরিদমের মাধ্যমে কাজ সম্পন্ন করে
-
ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন Siri, Alexa, Google Assistant শুধুমাত্র ভাষা শনাক্ত করে নির্দেশ কার্যকর করতে পারে
-
ফেস রিকগনিশন সিস্টেম নির্দিষ্ট মুখ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়
-
ইমেইল স্প্যাম ফিল্টার অবাঞ্ছিত ইমেইল শনাক্ত করে আলাদা করে ফেলে
-
মেশিন ট্রান্সলেশন যেমন Google Translate স্বয়ংক্রিয়ভাবে ভাষা অনুবাদ করতে সক্ষম
-
রিকমেন্ডেশন সিস্টেম যেমন YouTube, Netflix বা Amazon ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজেস্ট করে
-
এর সীমাবদ্ধতা হলো এটি শুধুমাত্র নির্দিষ্ট কাজের ভেতরে সীমাবদ্ধ থাকে এবং মানুষের মতো সার্বজনীন বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পারে না

0
Updated: 1 week ago
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
Created: 21 hours ago
A
৫টি
B
৭টি
C
৮টি
D
১০টি
বাংলাদেশ ব্যাংক থেকে বের করা নোটগুলোকে ব্যাংক নোট বলা হয়, যা দেশের সরকারি লেনদেনের জন্য বৈধ চালান হিসেবে ব্যবহৃত হয়।
-
এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
-
প্রচলিত ব্যাংক নোটগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, এবং ১০০০ টাকার নোট।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট, যা অর্থ মন্ত্রণালয় বের করে এবং এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
-
নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
-
নোটের পিছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য।
-
জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নীচে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
উৎস:

0
Updated: 21 hours ago