What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
উত্তরের বিবরণ
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।

0
Updated: 20 hours ago
What role does the Russian trader play in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
Devoted follower of Kurtz
B
Enemy of the Manager
C
Rebel against Company
D
Interpreter for Marlow
রাশিয়ান বণিক Kurtz–এর একনিষ্ঠ অনুগামী। সে তাকে দেবতার মতো পূজা করে। তার রঙিন জামা, যুবকসুলভ উৎসাহ, এবং Kurtz–এর প্রতি ভক্তি Marlow–কে অবাক করে। Conrad দেখিয়েছেন, Kurtz–এর প্রভাব এত শক্তিশালী যে লোকজন অন্ধভাবে তাকে অনুসরণ করে।

0
Updated: 20 hours ago
Where does Marlow first hear of Kurtz in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
At the Company station
B
At his aunt’s house
C
On the Thames
D
At Brussels headquarters
Company–তে পৌঁছে Marlow প্রথমবার Kurtz–এর নাম শোনে। সবাই তাকে এক অসাধারণ বণিক বলে উল্লেখ করে। ধীরে ধীরে Kurtz–এর নাম কিংবদন্তি হয়ে ওঠে। Conrad এই রহস্য ব্যবহার করেছেন উত্তেজনা বাড়াতে।

0
Updated: 20 hours ago
Who is Fresleven in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
A Danish captain killed in Africa
B
The Manager of the station
C
Kurtz’s assistant
D
A local chief
Fresleven ছিল Marlow–এর আগের ক্যাপ্টেন, যিনি স্থানীয়দের সাথে ঝগড়ায় নিহত হন। সে শান্ত স্বভাবের মানুষ হলেও আফ্রিকায় এসে হিংস্র হয়ে ওঠে। Fresleven–এর মৃত্যু দেখায় ঔপনিবেশিক পরিস্থিতি কিভাবে ইউরোপীয়দের মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 17 hours ago