What is the role of cannibals on Marlow’s steamer in the novel Heart of Darkness?
A
Hired workers who show restraint
B
Rebels who attack Europeans
C
Spies of the Company
D
Friends of Kurtz
উত্তরের বিবরণ
Cannibals স্টিমবোটে শ্রমিক হিসেবে কাজ করে। যদিও তারা ক্ষুধার্ত, তারা কখনো বিদ্রোহ করে না। Marlow বিস্মিত হয় তাদের সংযম দেখে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা বর্বর বলে, তারাই আসলে বেশি সংযমী।

0
Updated: 20 hours ago
Who is described as “hollow at the core” in the novel Heart of Darkness?
Created: 17 hours ago
A
Kurtz
B
Marlow
C
The Accountant
D
The Manager
Kurtz প্রথমে প্রতিভাবান, বাগ্মী ও আদর্শবাদী মনে হলেও শেষে দেখা যায় তার ভেতরে কোনো নৈতিকতা নেই। সে ক্ষমতা ও লোভে অন্ধ হয়ে “hollow at the core” হয়ে গেছে। Conrad এর মাধ্যমে ঔপনিবেশিক শক্তির ভেতরের শূন্যতা প্রকাশ করেছেন।

0
Updated: 17 hours ago
Who is the author of Heart of Darkness?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
Charles Dickens
C
Thomas Hardy
D
D. H. Lawrence

0
Updated: 1 month ago
What is the main commodity exploited in Africa in the novel Heart of Darkness?
Created: 20 hours ago
A
Ivory
B
Gold
C
Rubber
D
Silver
Ivory বা হাতির দাঁত হলো প্রধান বাণিজ্যপণ্য। ইউরোপীয়রা আফ্রিকার হাতি হত্যা করে দাঁত সংগ্রহ করে এবং সম্পদ হিসেবে নিয়ে যায়। Kurtz–এর লোভ, কোম্পানির ব্যবসা—সবকিছুর মূলেই ছিল ivory। Conrad দেখিয়েছেন কিভাবে প্রাকৃতিক সম্পদের লোভ মানবিকতা ধ্বংস করে দেয়।

0
Updated: 20 hours ago